লক্ষ্মীপুরে সরকারী মালখানায় নষ্ট হচ্ছে হাজার হাজার গাড়ী

কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার

মো. আবদুল মালেক, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে বছরের পর বছর খোলা আকাশের নিচে পড়ে থাকায় নষ্ট হচ্ছে হাজার হাজার মোটর সাইকেল, প্রাইভেটকার ও সিএনজি চালিত আটোরিকসা। বিভিন্ন অপরাধের ঘটনায় জব্দ এ সব গাড়ী সংরক্ষণের কোন উদ্যোগ নেই কর্তৃপক্ষের। তবে পুলিশ বলছে, জব্দ এ সব গাড়ীর বেশিরভাগই চোরাই। সঠিক কাগজপত্র না থাকায় দেয়া যাচ্ছে না এ সব মোটরসাইকেল ও গাড়ী। এ ছাড়া মামলা নিষ্পত্তি না হওয়ার কারণে জব্দ হওয়া যানবাহন গুলো নিলাম করতে পারছেনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার।
সরেজমিনে লক্ষ্মীপুর বিআরটিএ অফিস ও পুলিশ লাইন্সে গিয়ে দেখা গেছে, হাজার হাজার মোটর সাইকেলের স্তুপ। মোটর সাইকেল থেকে শুরু করে প্রাইভেটকার ও সিএনজি চালিত আটোরিকসাও রয়েছে এখানে। স্তুপে রাখা গাড়ীগুলোর মধ্যে বিভিন্ন নামি-দামী ব্যান্ডের গাড়িও রয়েছে। তবে রোদ-বৃষ্টি আর ধুলার আস্তরণে বোঝার উপায় নেই কোনটা সচল আর কোনটা অচল। সরকারী মালখালায় বছরের পর বছর অযত্নে পড়ে থাকায় কিছু গাড়ীর কাঠামো ও সেসিস ছাড়া অবশিষ্ট কিছুই নেই। বিভিন্ন অপরাধের ঘটনায় জব্দ করা যানবাহন সরকারী মালখানায় পাঠায় আইনশৃংখলা বাহিনী। পরে আইনি জটিলতার কারণে অনেক মালিকই ছাড়িয়ে নিতে পারেন না তার গাড়ী। তাই দিন-দিন এভাবে জমে গাড়ীর স্তুপ তৈরী হয়েছে। লক্ষ্মীপুরে সরকারী মালখানায় বিভিন্ন সময় জব্দ করা মোটর সাইকেলের সংখ্যা ৩ হাজারের বেশি।
এ দিকে রফিক উল্যা ও আবদুল হাই নামে কয়েকজন অভিযোগ করে বলেন, বছরের পর বছর এসব জব্দ গাড়ি রোদে-বৃষ্টিতে রেখে নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়া গাড়ীর বেশিরভাগ যন্ত্রাংশ ও ব্যাটারী খুলে নেয়ারও অভিযোগ করেন তারা। দ্রুত এ সব গাড়ীর মামলা নিষ্পত্তি করে নিলামে দেয়ার দাবী স্থানীয়দের।
লক্ষ্মীপুর জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট আহমদ ফেরদৌস মানিক বলেন, এভাবে রাষ্ট্রীয় সম্পদ অযত্ন-অবহেলায় পড়ে থাকার বিষয়টি খুবই দুঃখজনক। দ্রুত এ সব মামলা নিষ্পত্তি করলে আমাদের সম্পদ গুলো রক্ষা পাবে। সরকারও কোটি টাকা রাজস্ব পাবে।
পুলিশ সুপার আকতার হোসেন বলেন, যে সব গাড়ী রয়েছে তার মধ্যে বেশিরভাগই মামলার আলামত হিসেবে পড়ে রয়েছে। এ ছাড়া জব্দ এ সব গাড়ীর বেশিরভাগই চোরাই ও বিভিন্ন মামলার আলামত হিসেবে জব্দ করা হয়েছে। মামলাগুলো নিষ্পত্তি না হওয়া ও সঠিক কাগজপত্র না থাকায় গাড়ীগুলো মালিকের কাছে ফেরত দেয়া যাচ্ছে না।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১