লক্ষ্মীপুরে স্ত্রী ও শ্বশুরকে কুপিয়ে হত্যা করলেন ঘাতক জামাই

Shuborno Provaat

মো. আবদুল মালেক,লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর জেলার রামগতির উপজেলার চর বাদাম এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্ত্রী রাশেদা বেগম (২২) ও শ্বশুর আবুল বাশারকে (৫৫) কুপিয়ে হত্যা করেছে সুমন (৩২) নামে এক যুবক।
আজ বুধবার রাতে চর বাদাম ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চৌরাস্তা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল বাশার ইটভাটার শ্রমিক। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত রাশেদার মা আঙ্গুর বেগম (৪৫)। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমস অ্যান্ড অপস) হাসান মোস্তফা দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার পর থেকে মো. সুমন পলাতক রয়েছে।
স্থানীয় লোকজন জানায়, সুমন তার শ্বশুর আবুল বাশারের কাছ থেকে যৌতুক দাবি করতেন।আজ সন্ধ্যায় সুমন দুইজন লোকসহ মোটরসাইকেলে করে শ্বশুরবাড়িতে আসেন। একপর্যায়ে স্ত্রী রাশেদা, তার বাবা ও মাকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই রাশেদা ও তার বাবা আবুল বাশারের মৃত্যু হয়েছে৷ স্থানীয়রা রাশেদার মাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধারকরে হাসপাতালে নেওয়া হয়েছ।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল এসেছি। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠানো হবে। ঘাতক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারের আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০