লক্ষ্মীপুরে ১৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর  জেলা  ডিবি পুলিশের অভিযান চালিয়ে  ১৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার  দিবাগত  রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার পাবর্তীনগর ইউনিয়ন ও পৌর শহরের দক্ষিণ মজুপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।  এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, সদর উপজেলার ভাঙ্গাখাঁ ইউনিয়নের মনর উদ্দিন হাজী বাড়ির মো. মারফত উল্যার ছেলে মো. কামরুল ইসলাম (২৮) এবং কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া থানার মৃত মুক্তল হোসেন ছেলে মো. মাঈন উদ্দিন (৩৪)।

বিষয়টি নিশ্চিত করে  জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজিজুর রহমান মিয়া জানান, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা নিজেদের হেফাজতে রেখে পরিবহনের মাধ্যমে এই এলাকাসহ দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছে তারা। 

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১