আবদুল মালেক,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
রমজান উপলক্ষে নিত্যপণ্যের বাজারে ক্রেতাদের স্বস্তি দিতে লক্ষ্মীপুরে শুরু হয়েছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশে (টিসিবি) মাধ্যমে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রম। এই কার্যক্রমের আওতায় যেকোনো ব্যক্তি ট্রাক থেকে পণ্য ক্রয় করতে পারবেন।
আজ বুধবার সকাল ১১টার দিকে শহরের গোডাউন রোডে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, সহকারি কমিশনার (ভূমি) অভি দাস প্রমুখ।
জানা যায়, লক্ষ্মীপুরের পাঁচটি স্থানে ভ্রাম্যমান ট্রাকের মাধ্যমে মাসব্যাপী টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম পরিচালনা করা হবে। পণ্যের মধ্যে রয়েছে ১কেজি, ছোলা, ১কেজি চিনি, ২কেজি মসুর ডাল ও সয়াবিন তেল ২লিটার। প্রতি প্যাকেজের মূল্য ৪৫০ টাকা। শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত আগামী ২৮ মার্চ পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে। জেলা সদরের এই ট্রাকসেল কার্যক্রমের আওতায় যেকোনো ব্যক্তি পণ্য ক্রয় করতে পারবেন। প্রতি ট্রাকে ৪০০ জনের পণ্য থাকবে। এই ট্রকসেল কার্যক্রমের পাশাপাশি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে টিসিবি কার্ডধারীদের নিকট পণ্য বিক্রয় কার্যক্রম অব্যাহত থাকবে।
জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন,স্মার্ট কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম চলছে। এর পাশাপাশি কার্ড নেই, এমন সাধারণ ভোক্তাদের কাছে ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করা হবে।
পবিত্র রমজান উপলক্ষে দ্রব্য মূল ক্রেতা সাধারণের ক্রয়সীমায় মধ্যে রাখাতে ৫টি স্থানে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম চলবে। এছাড়া নিয়মিত আমাদের বাজার মনিটরিং কার্যক্রম চলমান রয়েছে।
লক্ষ্মীপুরে ৫টি পয়েন্টে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন
- সুবর্ণ প্রভাত
- মার্চ ৫, ২০২৫
- ৪:২৫ অপরাহ্ণ

শেয়ার করুনঃ
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত
