লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে দুই নারীসহ সাত দালাল আটক

মো. আবদুল মালেক,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদর হাসপাতালে থেকে ৭ জন দালালকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে যৌথবাহিনী তাদেরকে আটক করে। পরে আটককৃতদের সদর থানায় সোপর্দ করা হয়।
আটককৃতরা হলেন, সোহেল, ফেরদৌস, দুলাল, মাহবুবুল আলম লিটন, রোজিনা আক্তার, নাজমা আক্তার ও কবির।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে দালাল চক্রের সদস্যরা সদর হসপিটালে আগত রোগী ও স্বজনদের সাথে বিভিন্ন প্রলোভনে প্রতারণা করে আসছেন।এমন অভিযোগে আজ দুপুরে হাসপাতাল এলাকায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় রোগীদের সাথে প্রতারণা করার সময় দুই নারী ও পাঁচ পুরুষসহ সাত দালালকে আটক করা হয়।পরে দালাল চক্রের সদস্যদের লক্ষ্মীপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সদর হাসপাতালে আটক দালালদেরকে থানা নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুনঃ

Leave a Comment

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০৩১