লেবানন থেকে নাগরিকদের সরিয়ে নেবে তুরস্ক

সুবর্ণ প্রভাত অনলাইন ডেস্কঃ তুরস্ক বুধবার থেকে তাদের প্রায় ২ হাজার নাগরিককে দেশে ফিরিয়ে আনার জন্য জাহাজ পাঠাচ্ছে। সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আজ মঙ্গলবার তুরস্কের দক্ষিণাঞ্চলীয় মারসিন প্রদেশের একটি বন্দর থেকে নৌ বাহিনীর দুটি জাহাজ বৈরুতের উদ্দেশ্যে রওনা হবে।
ইস্তাম্বুল থেকে এএফপি জানায়।
তুরস্কের কনস্যুলেট অফিসের হিসেব মতে আনুমানিক ১৪ হাজার নিবন্ধিত নাগরিক লেবাননে রয়েছে।
তুর্কি কর্মকর্তারা বলেছেন, লেবানন থেকে তারা তাদের নাগরিকদের সরিয়ে নেওয়ার জরুরি পরিকল্পনা
করেছে, কারণ লেবাননের মাটিতে নিরাপত্তা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গত সপ্তাহে তুরস্ক হয়ে তৃতীয় দেশের নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য
নির্দেশনা ও নির্ধারণ করা হয়েছে। মন্ত্রণালয় আরো বলেছে, প্রায় ২০টি দেশের সহযোগিতার অনুরোধে প্রয়োজনীয় প্রস্তুতি চলছে।

শেয়ার করুনঃ

4 thoughts on “লেবানন থেকে নাগরিকদের সরিয়ে নেবে তুরস্ক”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১