শারীরিক নির্যাতন ও পরকীয়ায় অভিযোগে নোবেলকে তালাক নোটিশ

ছবি সংগৃহীত

সুবর্ণ বিনোদন কর্নার ডেস্কঃ স্ত্রী মেহেরুবা সালসাবিল শারীরিক নির্যাতন ও পরকীয়ায় লিপ্ত থাকার অভিযোগ এনে গায়ক মাইনুল আহসান নোবেলকে তালাক নোটিশ পাঠিয়েছেন । আজ বুধবার বিকেলে নোটিশ পাঠানোর বিষয়টি  বিভিন্ন   সংবাদপত্রে  প্রচারিত হয়েছে।

জানাযায়,  এ ঘটনার  আগে মারধর করায় মেহেরুবা বছরখানেক আগে নোবেলের বিরুদ্ধে গুলশান থানায়  জিডি করেন।  দিনের পর দিন নির্যাতন সহ্য করতে না পেরে বাধ্য হয়ে গত ১১ সেপ্টেম্বর নোবেলকে তালাকের নোটিশ পাঠান মেহেরুবা । নোবেল মানসিকভাবে অসুস্থ, চরমভাবে মাদকাসক্ত। সে পরনারীর সঙ্গে মেলামেশা করত। কিন্তু  চেষ্টাও  করেও   নোবেল ঠিক না হওয়ায় তাকে তালাকের নোটিশ পাঠানো হয়েছে।

আরো জানাযায়, তাদের   হোয়াটসঅ্যাপে এসএমএস মাধ্যমে  পরিচয়। এ   পরিচয়   থেকে  প্রেম,  তিন মাস প্রেম করার পর ২০১৯ সালের ১৫ নভেম্বর মেহরুবাকে বিয়ে করেন  নোবেল। নোবেলকে মাদক নেওয়া ও অন্য নারীর সঙ্গে মেলামেশায় বাধা দিতে  গিয়ে  বিয়ের ৬ মাসের মাথায়  স্ত্রীকে মারধর।  এ নির্যাতনের বিষয়টি   মেহেরুবার  পরিবারও জানতে পারে।  নোবেল  তাকে  নানাভাবে ব্ল্যাকমেলের চেষ্টাও করে।  এ অবস্থায়  পরিবারে সাথে আলোচনা করে  তালাক নেটিম পাঠায় নোবেলকে।

২০১৯ সালে ভারতের জি বাংলা টেলিভিশনের রিয়েলিটি শো ‘সারেগামাপা’তে অংশ নিয়ে  পরিচিতি লাভ করেন  নোবেল। সংগীতজীবনের শুরু থেকেই নানা রকম বিতর্কিত মন্তব্যের  কারনে ব্যাপক সমালোচনার মুখে পড়েন  তিনি।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১