চাটখলি প্রতিনিধি : নোয়াখালীর জেলার চাটখিল প্রেস ক্লাবের পক্ষ থেকে মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে এক হাজার মাস্ক প্রদান করা হয়। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম মোসার কার্যালয়ে প্রেস ক্লাবের সভাপতি মো. হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক শোয়েব হোসেন ভুলু শিক্ষার্থীদের মাঝে বিতরণের জন্য এই মাস্কগুলো উপজেলা নির্বাহী অফিসারের হাতে তুলে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাস্কগুলো উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলীর কাছে হস্তান্তর করেন।
এ সময় তিনি বলেন, সাংবাদিকরা সবসময় দেশ ও জাতির কল্যাণে নিবেদিত হয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শিক্ষার্থীদের জন্য সাংবাদিকদের পক্ষ থেকে করোনা সুরক্ষা মাস্ক প্রদানের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে চাটখিল প্রেস ক্লাবের মাস্ক প্রদান
- সুবর্ণ প্রভাত
- সেপ্টেম্বর ১১, ২০২১
- ১২:৪৯ অপরাহ্ণ
শেয়ার করুনঃ
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত