শেখ কামালের জন্মবার্ষিকীতে নোয়াখালী জেলা আওয়ামী লীগের আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি

বঙ্গবন্ধুর জৈষ্ঠপুত্র বীরমুক্তিযোদ্ধা শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের মিলনায়তনে আলোচনা ও দোয়া মাহফিল আনষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার দুপুরে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অথ্যক্ষ এ এইচ এম খাইরুল আনম সেলিম। এতে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী। সভা সঞ্চালনা করেন পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু।

আলোচনায় অংশ নেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছুদ্দিন জেহান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মমিন বিএসসি ও সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান নাছের প্রমূখ। এ সময় যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মিরা নউপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শেখ কামাল ও বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদদের জন্য দোয়া করে মোনাজাতে হয়। এর আগে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতেফুলদিয়ে প্রতিশ্রদ্ধা জানান নেতারা।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১