সুবর্ণচর প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্যকন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার রাতে নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আব্দুল্যা মিয়া বাজারের স্কুল মাঠে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, কেক কাটা, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে আগত শিল্পীরা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে দেশাত্ববোধক গান পরিবেশন করেন। সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওমর ফারুক, জেলা সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক এডভোকেট এমদাদ হোসেন কৈশোর, চরবাটা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান রাজিব, চরওয়াপদা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর মান্নান ভূঁইয়া ও সিরাজ হায়দারসহ জেলায় কর্মরত আইনজীবীরা ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।