নিজস্ব প্রতিনিধিঃবিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক এমপি মোহাম্মদ শাহজাহান বলেন, আপনারা কার কাছে খালেদা জিয়ার মুক্তি চান। খালেদা জিয়াকে মুক্ত করতে হলে আগে শেখ হাসিনার পতন নিশ্চিত করতে হবে। শেখ হাসিনার পতন ছাড়া খালেদা জিয়াকে মুক্ত করা যাবেনা। কারণ তার পতন আর খালেদা জিয়ার মুক্তি একই সুতোয় গাথা।
তিনি আরও বলেন’ জনগণ জেগে উঠতে শুরু করেছে, মানুষ যখন জেগে উঠবে,আপনার(শেখ হাসিনার) তখন রাজনীতি মৃত্যু হবে।
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ বুধবার বিকেলে নোয়াখালীর জেলা শহর মাইজদীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে নোয়াখালী জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আবদুর রহমান, জেলা বিএনপির সদস্য মাহবুব আলমগীর আলো, বেগমগন্জ্ঞ উপজেলা বিএপির সভাপতি কামাক্ষা চন্দ্র দাস,সদর উপজেলা বিএনপি সভাপতি সলিম উল্যা বাহার হিরন, নোয়াখালী পৌরসভা বিএনপি সভাপতি আবু নাছের, যুবদলের সভাপতি মনজুরুল আজিম সুমন, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সাবের আহমেদ জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু প্রমুখ।
সভা সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন ও নোয়াখালী পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক শাহ্ জাফর উল্যা রাসেল।
বক্তারা অনতিবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান । অন্যথায় আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দেন তারা।
শেখ হাসিনার পতন ছাড়া খালেদা জিয়াকে মুক্ত করা যাবেনা- মোহাম্মদ শাহাজান
- সুবর্ণ প্রভাত
- জুলাই ৩, ২০২৪
- ৮:৪৮ অপরাহ্ণ

শেয়ার করুনঃ
তারেক রহমানের কথায় মানুষ ভরসা করছে : এ্যানি
•
ফেব্রুয়ারি ৫, ২০২৫
চাটখিলে বইমেলার উদ্বোধন
•
ফেব্রুয়ারি ৫, ২০২৫
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত
