লক্ষীপুর প্রতিনিধি
লক্ষীপুরে শোক আর শ্রদ্ধায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস স্বাস্থ্যবিধি মেনে পালন করা হয়েছে। ১৫ আগস্ট সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন করা হয়।
সকাল সাড়ে ৮টায় সংসদ সদস্য বৃন্দ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব, সদর উপজেলা প্রশাসন, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠন কালেক্টরেট প্রাঙ্গণে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া বিভিন্ন সরকারি বেসরকারি অফিস, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সাবেক মন্ত্রী ও লক্ষীপুর সদর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল, লক্ষীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু প্রমুখ।
পরে জেলা প্রশাসক কার্যালয়ে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য কর্মময় জীবনের ওপর আলোচনা সভার আয়োজন করা হয়। বিকেলে লক্ষীপুর সরকারি শিশু পরিবারে পবিত্র কোরআন তেলাওয়াত, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, হামদ-নাত ও দোয়া মাহফিলের আয়োজন কারা হয়েছে। এছাড়া জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির মধ্যদিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করছে।