সদর উপজেলায় দুই গৃহবধুর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি :
নোয়াখালী সদর উপজেলায় পৃথক দুই ঘটনায় তিন মাসের এক অন্তসত্বাসহ দুই গৃহবধুর লাশ উদ্ধার করেছে সুধারাম থানা মডেল থানার পুলিশ। নিহতদের পরিবারের অভিযোগ তাদের হত্যা করা হয়েছে। আজ সোমবার সকাল ও দুপুরে দুটি লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আজ সকালে ও রবিবার গভীর রাতে ঘটনা দুইটি ঘটে। বিকেলে ময়নাতদন্ত শেষে পরিবারের আজ সোমবার সকালে প্রথম ঘটনাটি ঘটেছে সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের চর করমূল্যা গ্রামের নিহত গৃহবধূর পরিবারের অভিযোগ থেকে জানা যায়, প্রবাসী মনির উদ্দিনের মেয়ে ফাতেমা বেগম(১৮)র সাথে গত ৯ মাস পূর্বে একই উপজেলার আন্ডারচর ইউনিয়নের পূর্ব মাইজচরা গ্রামের আবদুল মতিনের ছেলে মাহমুদুল হাসানের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে পরকীয়া আসক্ত স্বামী মাহমুদুল হাসান তার স্ত্রী ফাতেমাকে যৌতুকের জন্য বিভিন্নভাবে নির্যাতন করতে থাকে এবং ৫ লাখ টাকা যৌতুক দাবি করে। এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কলহের সৃষ্টি হয়। গত কয়েক মাস আগে ফাতেমা বেগমকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। পরে তাকে ২ মাস আগে স্বামীর বাড়িতে নিয়ে যায় এবং একইভাবে তাকে নির্যাতন করতে থাকে ও যৌতুকের টাকা দাবী করে। এরই জের ধরে রোববার রাতে ফাতেমাকে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করেছে বলে নিহতের পরিবার দাবি করেন। তারা এ হত্যার বিচার দাবি করেন।
অন্যদিকে রোববার রাতে জেলা শহরের মাইজদী মধুসুধনপুর গ্রাম থেকে জেসমিন আক্তার (২৫) নামের তিন মাসের অর্ন্তসত্বা এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। জেনারেল হাসপাতাল রোডের শাহিদা ভিলা থেকে এই গৃহবধুর লাশ উদ্ধার করে গতকাল সোমবার সকালে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়। নিহতের স্বামী মামুনুর রহমান ঘটনার পর থেকে পলাতক রয়েছে। নিহত জেসমিন আক্তারের বাপের বাড়ি বেগমগঞ্জের আমান উল্যাহপুর ইউনিয়নে মহেশপুর গ্রামে। গত ৪ বছর আগে তাদের বিয়ে হয়। তার একটি সন্তান রয়েছে। নিহতের পরিবারের দাবি কলহের জের ধরে স্বামী ও তার শ্বশুর পরিবারের লোকজন তাকে হত্যা করেছে। তারা এই হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১