সরকার খালেদা জিয়াকে ভয় পায় বলেই বিদেশে চিকিৎসা নিতে বাধা দিচ্ছে- মির্জা ফখরুল ইসলাম

-ফাইল ছবি

সুবর্ণ প্রভাত অনলাইন ডেস্ক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর  বলেছেন , খালেদা জিয়াকে সরকার ভয় পায় বলেই চিকিৎসার জন্য তাকে বিদেশে যাওয়ার অনুমতি দিচ্ছে না।  আজ রবিবার    দুপুরে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ছয় মাস বৃদ্ধির বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, মূল বিষয়টা হলো, খালেদা জিয়াকে সরকার এত বেশি ভয় পায় যে, তারা কোনোমতেই তাকে দেশের বাইরে যাওয়ার অনুমতির দেওয়ার কথা ভাবতে পারেন না। এজন্য তার  অসুস্থতা সত্ত্বেও তাকে চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার অনুমতি দিচ্ছে না সরকার

তিনি বলেন, খালেদা জিয়া যখন অসুস্থ ছিলেন তখন তার পরিবারের পক্ষ থেকে বিদেশে নিতে আবেদন করা হয়েছিল। কিন্তু তখনও সরকার তাকে বিদেশে যেতে দেয়নি। কিন্তু এখন তার সাজা স্থগিতের মেয়াদ বাড়লেও এখনও সরকার তাকে বিদেশে যেতে পারবেন না বলে শর্ত জুড়ে দিয়েছে।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮