নিজস্ব প্রতিনিধিঃনোয়াখালীর আলোচিত সাইবার নিরাপত্তা আইনে পুলিশের দায়েরকৃত মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক এমপি ও প্রতিমন্ত্রী বরকতউল্লাহ বুলু , বেগমগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি কামাক্ষা চন্দ্র ও জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমনসহ ১২ নেতাকর্মিকে খালাস দিয়েছেন আদালত।
গতাকাল বৃহস্পতিবার দুপুরে চট্রগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল ইসলাম এই আদেশ দেন।
আসামি পক্ষের আইনজীবী জায়েদ বিন রশীদ এ তথ্য নিশ্চিত বলেন, পতিত সরকারের সময়ে এই মিথ্যা মামলা দায়ের করা হয়। আদালতের শুনানি শেষে এ মিথ্যা মামলার সকল আসামিকে বেকুসুর খালাস দেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২১ সালে নোয়াখালীর প্রধান বানিজ্যিক কেন্দ্র বেগমগঞ্জের চৌমুহনীতে হিন্দুদের মন্দিরে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ এনে জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন ও জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ফয়সল ইনাম কমলকে পুলিশ গ্রেফতার করে এবং তাদেরকে শারীরিক ও মানসিক নির্যাতন করে। একপর্যায়ে মঞ্জুরুল আজিম সুমন থেকে জেলার সাবেক পুলিশ সুপার এক কোটি টাকা আদায় করে। এরপর ১৬৪ ধারায় একটি পরিকল্পিত জবানবন্দি তৈরী করে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলুসহ বেগমগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ১২জন নেতাদের আসামি করে করা ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করেন। এছাড়াও এ মামলার আসামিদের বিরুদ্ধে বিভন্ন ধারায় আরো ৫ টি রয়েছে।
সাইবার নিরাপত্তা মামলায় থেকে খালাস পেলেন বিএনপি নেতা বরকত উল্লাহ বুলুসহ ১২ নেতাকর্মি
- সুবর্ণ প্রভাত
- সেপ্টেম্বর ৫, ২০২৪
- ৪:২৩ অপরাহ্ণ

1 thought on “সাইবার নিরাপত্তা মামলায় থেকে খালাস পেলেন বিএনপি নেতা বরকত উল্লাহ বুলুসহ ১২ নেতাকর্মি”
you are truly a just right webmaster The site loading speed is incredible It kind of feels that youre doing any distinctive trick In addition The contents are masterwork you have done a great activity in this matter