সুবর্ণ স্পোর্টস কর্ণার ডেস্ক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সংযুক্ত আরব আমিরাত পর্বে কোলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে গত রোববার দিবাগত রাতে দেশ ছাড়েন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
সেখানে পৌঁছে কোয়ারেন্টাইন পর্ব শেষ করেছেন সাকিব। কোয়ারেন্টাইন শেষে গতকালই প্রথম কলকাতা নাইট রাইডার্সের হয়ে অনুশীলনে নামেন সাকিব।
নেটে সাকিবের প্রথম দিনের অনুশীলনের ভিডিও করেছে কেকেআর কৃর্তপক্ষ। সেই ভিডিও আবার নিজেদের ফেসবুকে পেইজে আপলোড করেছে কেকেআর।
কেকেআরের হয়ে প্রথম দিনের অনুশীলনের অনুভূতি সেই ভিডিওতে প্রকাশও করেছেন সাকিব। তিনি বলেন, ‘কিছুদিন পরই আমাদের প্রথম ম্যাচ। আমরা প্রস্তুত। আমার মনে হয়, সকলে যথেষ্ট প্রস্তুতি নিয়েছে।’
সাকিব আরও বলেন, ‘সবাই আমাদের সমর্থন দিয়ে যাচ্ছে। আশা করি, টুর্নামেন্টের দ্বিতীয় অংশেও কেকেআর ভালো করবে।’
গত মে’তে ভারতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় মাঝপথেই স্থগিত হয় আইপিএলের চর্তুদশ আসর। স্থগিত আইপিএলের বাকী অংশ হবে সংযুক্ত আরব আমিরাতে। আজ থেকে শুরু হচ্ছে সেটি।
আগামীকাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুুরুর বিপক্ষে ম্যাচ দিয়ে মরুর দেশে নিজেদের মিশন শুরু করবে কোলকাতা। ৭ ম্যাচে অংশ নিয়ে ২ জয় ও ৫ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তমস্থানে কোলকাতা।
স্থগিত হবার আগে আইপিএলের প্রথম অংশে তিনটি ম্যাচ খেলেছিলেন সাকিব। ব্যাট হাতে ৩৮ রান ও বল হাতে ২ উইকেট নেন তিনি।
সাকিব ছাড়াও আইপিএলে খেলছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন ফিজ। আইপিএলের প্রথম অংশে ৭ ম্যাচ খেলে ৮টি উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ। ৭ ম্যাচে ৩ জয় ও ৪ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে ফিজের রাজস্থান।- বাসস