সুবর্ণ স্পোর্টস কর্ণার ডেস্ক : আজ শুক্রবার বাংলাদেশ সময় বিকাল ৫টায় মালদ্বীপের রাজধানী মালের ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ-শ্রীলঙ্কা। প্রথমার্ধে বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল বাংলাদেশ। ৬২ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের জালে ৭টি শট নিয়েছে জামালরা। বিপরীত দিকে লঙ্কানরা নিয়েছে ৫টি। বিরতির আগে শ্রীলঙ্কান গোলরক্ষকের দুর্দান্ত সেভে গোলের দেখা পায়নি লাল-সবুজের দলটি। ফলে ম্যাচ প্রথমার্ধ গোলশূন্য থাকে।
বিরতির পর একের পর আক্রমণ করতে থাকে অস্কার ব্রুজোনের শিষ্যরা। ম্যাচের ৫৬ মিনিটে বাংলাদেশকে উল্লাসে ভাসান তপু বর্মণ। ডি-বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পায় বাংলাদেশে। অসাধারণ স্পট কিকে বল জালে জড়ান তপু। ম্যাচের বাকি সময় লাল-সবুজরা একাধিক সুযোগ তৈরি করতে পারলেও গোলের দেখা পান।
এবার সাফ চ্যাম্পিয়নশিপে পাঁচ দেশ অংশ নিয়েছে। অন্য বছর গ্রুপ পর্ব থাকলেও এবার তা নেই। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে সবাই খেলবে। শীর্ষ পয়েন্টধারী দুই দেশ ট্রফির জন্য মুখোমুখি হবে। দলের হয়ে একমাত্র গোলটি করেন তপু বর্মণ। এ নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে লাল-সবুজের দলটিকে।