নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম ও নোয়াখালী জেলার বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীতে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির, বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’ করেছে নোয়াখালী জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সভায় সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ খায়রুল আনম সেলিম।
আজ মঙ্গলবার সকালে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ সমাবেশে এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, শহিদ উল্যাহ খান সোহেল ও সদস্য মো. নাছির উদ্দিন প্রমুখ।
পরে শহরের প্রধান সড়কে শান্তি শোভাযাত্রা বের করে নেতাকর্মীরা। শোভাযাত্রাটি জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের পুরাতন বাসস্ট্যান্ড হয়ে পৌর বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
সমাবেশে বক্তারা সাম্প্রদায়িক সহিংসতা রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, চৌমুহনীতে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির, বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা কারা ঘটিয়েছে, ইতিমধ্যে পরিষ্কার হয়ে গেছে। এ হামলা চালিয়ে বিএনপি-জামাত দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা করছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক সহিংসতা রুখে দেয়া হবে।
এসব হামলা ঠেকাতে দলীয় নেতাকর্মীর পাশাপাশি মুক্তিযুদ্ধের পক্ষের প্রগতিশীল শক্তি ও নাগরিকদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।