সুবর্ণ প্রভাত নিউজ ডেস্কঃ ২০১৮ সালের ৩০ ডিম্বেবর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের রাতে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলীতে চার সন্তানের জননীকে(৪০) দলবদ্ধভাবে ধর্ষণের চাঞ্চল্যকর সেই আলোচিত ঘটনার মামলার রায় আজ মঙ্গলবার ঘোষণা করার কথা থাকলে তা পিছিয়েছে আদালত। নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২এর বিচারক (জেলা জজ) ফাতেমা ফেরদৌস এর আদালত আগামী ৫ ফেব্রুয়ারি রায় ঘোষণার নতুন তারিখ ধার্য করেন। এর আগে গত ২৯ নভেম্বর মামলাটির অধিকতর যুক্তিতর্ক শেষে ১৬ জানুয়ারি রায় ঘোষণা করা হবে বলে জানিয়েছিলেন আদালত।
রায় ঘোষণার তারিখ পেছানোর বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি সালেহ আহমদ সোহেল খান বলেন, এটি অনেক গুরুত্বপূর্ণ মামলা। আদালতের অনেক সময় নিতে হচ্ছে আদালতের। আগামী ধার্য তারিখে রায় ঘোষণা করা হবে বলে জানান তিনি।
তিনি আরও জানান,আলোচিত এই মামলায় রাষ্ট্রপক্ষ ২৩ জন সাক্ষী উপস্থাপন করেছে। মামলায় রুহুল আমিন মেম্বারসহ ১৬ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এর মধ্যে ১৫ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। একজন আসামি মো. মিন্টু ওরফে হেলাল (২৮)ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
আজ রায় ঘোষনা উপলক্ষে কারাগারে থাকা সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত প্রচার সম্পাদক ও চরজুবলী ইউপির ৪ নং ওয়ার্ডের সাবেক মেম্বার রুহুল আমিনসহ মামলার ১৫ জন আসামিকে আদালতে হাজির করা হয়েছিল । এ সময় আদালতে উপস্থিত ছিলেন ওই ভোক্তভোগী নারী ও তার স্বামী-স্বজনেরা এবং বাদী ও বিবাদীপক্ষের আইনজীবীরা।
উল্লেখ্য,,ঘটনার রাতে সুবর্ণচরের চরজুবলী মধ্যম বা¹ায় স্বামী-সন্তানদের বেঁধে রেখে ওই নারীকে নারীকে মারধর ও দলবদ্ধভাবে ধর্ষণ করে। ওই নারীর অভিযোগ ছিল, ভোটকেন্দ্রে থাকা ব্যক্তিদের পছন্দের প্রতীকে ভোট না দেওয়ায় মেম্বার রুহুল আমিনের নির্দেশে তার বাড়িতে হামলা, মারধর ও ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার পরদিন ওই নারী ও তার স্বামীকে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় পরে ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে রুহুল আমিন মেম্বারসহ কয়েজনকে আসামি করে চরজব্বার থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে রুহুল আমিন মেম্বারসহ ১৬ জনের বিরুদ্ধে ২০১৯ সালের ২৭ মার্চ আদালতে চার্জসিট দাখিল করে জেলা ডিবি পুলিশ।
সুবর্ণচরের আলোচিত দলবদ্ধ ধর্ষণ মামলার রায়ের তারিখ পিছিয়েছে
- সুবর্ণ প্রভাত
- জানুয়ারি ১৬, ২০২৪
- ৪:৩২ অপরাহ্ণ
শেয়ার করুনঃ
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত