সুবর্ণচরের ৬ ইউপি চেয়ারম্যান শপথ নিলেন

নিজস্ব প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী ৬ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার। সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ শপথ পাঠ করান জেলা প্রশাসক মো. খোরশেদ আলম খান।

এ সময় শপথ গ্রহণ করেন ২নং চরবাটা ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম রাজিব, ৩নং চরক্লার্ক ইউনিয়নের আবুল বাশার ডিপটি, ৪নং চর ওয়াপদা ইউনিয়নের আবদুল মান্নান ভূইয়া, ৬নং চর আমান উল্যা ইউনিয়নের বেলায়েত হোসেন, ৭নং পূর্ব চরবাটা ইউনিয়নের আবুল বাশার মঞ্জু ও ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান মহি উদ্দিন চৌধুরী।

শপথ অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক বলেন, সাধারণ মানুষের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আপনারা। সুতরাং আজ থেকে স্ব স্ব ইউনিয়নের মানুষের পাশে থাকা আপনাদের প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্য। মানুষের সুখে-দুঃখে পাশে থেকে সরকারের উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করবে শপথ গ্রহণকারী চেয়ারম্যানগণ, এমনটাই প্রত্যাশা করেন জেলা প্রশাসক।

এর আগে গত ২০ সেপ্টেম্বর সুবর্ণচর উপজেলার এই ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ৬টি ইউনিয়নের মধ্যে ২নং চরবাটা ইউনিয়ন পরিষদ নির্বাচন হয় ইভিএম এর মাধ্যমে। অপর ৫টি ইউনিয়নে বেলট পেপারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮