সুবর্ণচর প্রতিনিধি : নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলা পর্যায়ে ইনভেস্টমেন্ট কম্পোন্যান্ট ফর ভালনার্যাবল গ্রুপ ডেভেলপমেন্ট (আইসিভিজিডি) কর্মসূচির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা প্রশাসনিক হলরুমে অনুষ্ঠিত এ সভায় সহযোগিতা করে জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচি ও হেলেন কেলার ইন্টারন্যাশনাল। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৈতী সর্ববিদ্যা।
মহিলাবিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নে এ অবহিতকরণ সভায় মহিলাবিষয়ক অধিদপ্তর নোয়াখালীর উপ-পরিচালক কামরুন নাহার মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
সুবর্ণচর উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মুহিতুল ইসলামের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন সমাজসেবা কর্মকর্তা মো. নুরনবী, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আজিজুর রহমান, ইউনিয়ন পরিষদ সচিব মো. আবুল কালাম ও মো. নঈম, সুবর্ণচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী বাবলু ।
আলোচনা সভা শেষে হেলেন কেলার ইন্টারন্যাশনালের ট্রেনিং ম্যানেজার মাহবুবা আক্তার চলমান কার্যক্রম প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন।
সভা শেষে কর্মসূচির উপকারভোগী সুমি আক্তারের হাতে উপকারভোগী কার্ড তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলার ৮টি ইউনিয়নের ১১শ’ উপকারভোগী এ কর্মসূচির আওতায় সুবিধা গ্রহণ করবে বলে সভায় জানানো হয়।