সুবর্ণচরে আটককৃত শিশুসহ আট রোহিঙ্গাকে ভাসানচরে ফেরত

নিজস্ব প্রতিনিধি

হাতিয়ার ভাসানচর থেকে পালিয়ে আসা সুবর্ণচরে আটককৃত ৫ শিশুসহ ৮ রোহিঙ্গাকে ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠিয়েছে চরজব্বার থানার পুলিশ। আজ শনিবার সকাল ১১টায় আটককৃতদের ভাসানচর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আটককৃতদের মধ্যে রয়েছে বদি আলমের ৪ শিশুসহ তার স্ত্রী রামিদা (২৯), হাফেজ আহম্মদের ছেলে জিগার আলম (২৩), এক শিশুসহ তার স্ত্রী রোকেয়া আক্তার (২২)।

বিষয়টি নিশ্চিত করে চরজব্বার থানার ওসি মো. জিয়াউল হক বলেন, গতকাল শুক্রবার দুপুরে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আক্তারমিয়ারহাট এলাকার লোকজন ভাসানাচরে বসবাসকারী রোহিঙ্গাদের আটক করে। পরে আটকৃতদের পুলিশের কাছে হস্তান্তর করে। তিনি জানান, আটকৃত রামিদা জানিয়ে তার স্বামী বদি আলম কক্সবাজারের কতুপালং রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করে। সে খানে তার আরেক স্ত্রী রয়েছে। বদি আলমকে ভাসানাচরে আসার জন্য কয়েক বার বলা হলেও সে না আসায় রামিদা পালিয়ে কক্সবাজারের পথে অন্যদের দুইজনকে নিয়ে রওয়ানা দেয়।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮