আব্দুল বারী বাবলু, সুবর্ণচর : নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এনএটিপি-২ প্রলল্পের এআইএফ-২ উপ-প্রকল্পের আওতায় সিআইজি কৃষক সমিতির মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তা মো: হারুন অর রশিদ কৃষকদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ উপকরণ কৃষক সমিতির মাঝে তুলে দেন।
এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: মায়দুল হাসান রাজ, এসএপিপিও মো: কামাল উদ্দিন, সিআইজি সমিতির ৩০ জন সদস্যসহ কৃষি অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারিরা।
প্রকল্পের আওতায় চলতি মৌসুমে উপজেলায় কৃষিকে আরো গতিশীল করতে চরবাটা সিআইজি (পুরুষ) ফসল সমবায় সমিতির মাঝে ৭০ শতাংশ ভর্তুকিতে প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১টি পাওয়ার টিলার, ১টি পাওয়ার থ্রেসার, ১ পাওয়ার টিলার চালিত ট্রলি ট্রাক্টর, ১টি শ্যালো পাম্প ও পাইপ এবং ৬টি ন্যাপস্যাক স্প্রেয়ার বিতরণ করা হয়।
সুবর্ণচরে কৃষক সমিতির মাঝে কৃষি উপকরণ বিতরণ
- সুবর্ণ প্রভাত
- আগস্ট ৯, ২০২১
- ৮:১১ অপরাহ্ণ
শেয়ার করুনঃ
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত