নিজস্ব প্রতিনিধিঃনোয়াখালীর সূবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের করার অভিযোগে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা চেয়ারম্যানপ্রার্থী এ এইচ এম খায়রুল আনম চৌধুরীকে (দোয়াত কলম) পত্র প্রাপ্তির ২৪ ঘন্টার মধ্য কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন সিনিয়ার জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নওয়াবুল ইসলাম। গতকাল সোমবার এ নোটিশ প্রদান করা হয়েছে।
এর আগে রোববার খায়রুল আনম চৌধুরী সেলিমের বিরুদ্ধে আচরণবিধি লংঘনের অভিয়োগ এনে তার প্রতিদ্বন্দ্বি চেয়ারম্যান প্রার্থী আতাহার ইশরাক শাবাব চৌধুরী একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে গত বৃহস্পতিবার(২৫এপ্রিল) সন্ধ্যায় উপজেলার মোহাম্মদ ইউনিয়নের আক্তার মিয়ার বাজারে পথসভায় চেয়ারম্যান প্রার্থী খায়রুল আনম চৌধুরী সেলিম বলেছেন,তিনি শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রার্থী। তা প্রচার করে ভোটারদের মাঝে প্রভাব বিস্তার করেন এবং সরকারি গাড়ি ব্যবহার নির্বাচনী প্রচার করছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা অভিযোগ ও কারণ দর্শানোর নোটিশের সত্যতা স্বীকার করেন।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা চেয়ারম্যানপ্রার্থী এ এইচ এম খায়রুল আনম চৌধুরী বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পুর্ন মিথ্যা। আজ মঙ্গলবার জেলা নির্বাচন কর্মকর্তার কাছে অভিযোগের জবাব দেব।
সুবর্ণচরে চেয়ারম্যান প্রার্থী খায়রুল আনমকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ
- সুবর্ণ প্রভাত
- এপ্রিল ৩০, ২০২৪
- ৯:১৩ পূর্বাহ্ণ
শেয়ার করুনঃ
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত