সুবর্ণচরে ট্রান্সফরমার চুরিকালে দুই জন গ্রেফতার

সুবর্ণচর প্রতিনিধিঃ
সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চরলক্ষী গ্রামের জনৈক মোঃ আব্দুল মাবুদের বাড়ির সামনের সরকারি রাস্তার উপর থেকে পল্লীবিদ্যুতের ট্রন্সফরমার চুরিকালে এলাকার লোকজন দুই চোরকে আটক করে পুলিশে সোপর্দ করে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে তাদের আটক করা হয়। পরে পুলিশ তাদের গ্রেফতার দেখিয়ে মামলা দায়েরের পর আজ শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করে।
গ্রেফতারকৃতরা হলো, ৪ নং ওয়ার্ড চরআলাউদ্দিনের মৃত আসাদুল হক মেম্বারের ছেলে মোঃ শাহাদত হোসেন (২৩) ও একই এলাকার মৃত নূর আমিন মাঝির ছেলে মোঃ রাশেদ (২৭)।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেব প্রিয় দাস বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল রাতে চোরেরা ট্রন্সফরমার চুরি করিতে আসলে এলাকার লোকজন টের পেয়ে চোরদের ধাওয়া করলে তারা দৌড়ে পালিয়ে যায়। এ সময় শাহাদত ও রাশেদকে চিনতে পারে। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার, গ্রাম পুলিশসহ অন্যান্য লোকজন তাদের আটক করে পুলিশকে খবর দেয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানায়,তাহাদের সহযোগী মোঃ সেলিম (৩৫), জসিম উদ্দিন (২৮), রবিউল হোসেন কচি (৩২), সাঈদী ওরফে সাঈদী সাব (২০) ও কামরুল ইসলামসহ (২৪) অজ্ঞাত নামা ৫/৬ জন মিলে পল্লীবিদ্যুতের ০৯ টি ট্রান্সফরমার এর কয়েল ও ট্রান্সফরমার চুরি করে নিয়া যায়। তাদের দেয়া তথ্য অনুযায়ী আটক শাহাদাত হোসেনের বাড়ির পুকুর পাড়ের জঙ্গলের ভিতর চোরাইকৃত দুইটি ১০ কেভিএ ট্রান্সফরমার এর লোহার তৈরি খোলস উদ্ধার করা হয়। এ ঘটনায় চরজব্বার থানার মামলা করা হয়। ঘটনার সঙ্গে জড়িত অপর চোরদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০