সুবর্ণচরে তেলের দোকানে অগ্নিকাণ্ডে ৪ জন দগ্ধ

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিনিধিঃনোয়াখালীর সুবর্ণচর উপজেলার উত্তর ওয়াপদা ইউনিয়নের থানারহাটে আগরবাতি জ্বালানোর সময় তেলের দোকানে আগুন লেগে ৪ জন দগ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এসময় চারটি সিএনজি ও একটি মোটরসাইকেল আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।
আহতরা হলেন, বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের দুর্গানগর গ্রামের মো. সজিব (৩৬), চৌমুহনী পৌরসভার হাজীপুর গ্রামের মো. রিপন (৩২), সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের চরবৈশাখী গ্রামের সালাউদ্দিন (৫০) ও মঈন উদ্দিন(৩৫)।
আহতদের মধ্যে দুইজনের অবস্থা াশংকাজনক। তাদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। অন্যদের ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেন আরএমও ছৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম।
হাটের দোকানীদের সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টার দিকে একটি সেলুনের দোকানে আগর বাতি জ্বালানোর সময় পার্শ্ববর্তী অকটেনের দোকানের তেলের ড্রামে আগুন ধরে যায়। ওই সময় দোকানে তেল দিতে আসা তেলবাহী গাড়ি ও তেল নিতে আসা চারটি সিএনজি ও একটি মোটরসাইকেলে আগুন লেগে যায়। এতে করে ঘটনাস্থলে থাকা দোকানের কর্মচারী, সিএনজি ড্রাইভার ও তেলের গাড়ির হেলপারসহ চারজন অগ্নিদগ্ধ হন।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেন চরজব্বর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া।

শেয়ার করুনঃ

1 thought on “সুবর্ণচরে তেলের দোকানে অগ্নিকাণ্ডে ৪ জন দগ্ধ”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১