সরকারি বিনামূল্যের ভ্যাকসিন বিক্রির দায়ে সুবর্ণচরে একজন গ্রেফতার

আব্দুল বারী বাবলু, সুবর্ণচর : নোয়াখালীর জেলার সুবর্ণচর উপজেলায় বিনামূল্যে সরকারি গবাদিপশুর খুরা রোগ প্রতিরোধ ভ্যাকসিন বিক্রি করার সময় তারেকুর রহমান (২৭) নামে এক যুবককে আটক করেছে চরজব্বর থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫৮ ভায়াল ভ্যাকসিন জব্দ করা হয়েছে। যার মূল্য ১ লাখ ৫৬ হাজার ৪শ’ টাকা।
তারেকুর রহমান ভোলা জেলার সদর উপজেলার রাপতা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মোস্তাফিজুর রহমানের ছেলে। গ্রেফতারকৃত তারেকুর ভোলা জেলার সদর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভলেন্টিয়ার ভ্যাকসিনেটর হিসেবে কর্মরত রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি রবিবার বিকেলে উপজেলার হারিছ চৌধুরী বাজারে সরকারিভাবে বিনামূল্যে বিতরণের ভ্যাকসিন অবৈধ উপায়ে বিক্রি করার চেষ্টা করে । এ সময় স্থানীয়রা তাকে আটক করে থানায় খবর দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশে তাকে আটক করে থানায় নিয়ে আসে। আজ সোমবার তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
সুবর্ণচর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. তাসলিমা ফেরদৌসী জানান, উদ্ধারকৃত ভ্যাকসিনগুলো উপজেলা প্রাণীসম্পদ অফিসের তত্ত্বাবধানে রাখা হয়েছে।
এ বিষয়ে ভ্যাকসিন সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়ান ফার্মা লিমিটেডের নোয়াখালীর ব্যবস্থাপক সাইফুল ইসলাম জানান, সরকারের সাথে চুক্তিবদ্ধ হয়ে সিরাজগঞ্জ, মানিকগঞ্জ ও পাবনা জেলায় ভ্যাকসিনগুলো বিনামূল্য দেয়ায় জন্য আমরা সরবরাহ করে থাকি। অন্য জেলায় বিনামূল্যে সরবরাহ করার কোনো সুযোগ নেই।
এ ঘটনায় চরজব্বর থানার ওসি মো. জিয়াউল হক জানান, গ্রেফতারকৃত তারেকুরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০