সুবর্ণচরে পূজার ফুল তুলতে গিয়ে সাপের কামড়ে এক নারীর মৃত্যু

আব্দুল বারী বাবলু,সুবর্ণচর প্রতিনিধিঃসুবর্ণচর উপজেলার চরবাটায় পূজার ফুল তুলতে গিয়ে সাপের কামড়ে সন্ধ্যা রাণী দাস(৩৭)নামের এক নারী মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার চরবাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরমজিদ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সন্ধ্যা রাণী দাস ওই গ্রামের শঙ্কর মিস্ত্রি বাড়ির সঞ্জয় দেবনাথের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।
নিহতের পারিবারিক সূত্রে জানাযায়, সন্ধ্যা রানী আজ সকাল সাড়ে ৮টার দিকে বসতঘরে পূজা দেওয়ার জন্য বাড়ির পাশের আঙ্গিনায় ফুল তুলতে যান । যাওয়ার পথে ধান খেতের আইলে তার বাম পায়ে সাপে কামড় দেয়। তাৎক্ষণিক তিনি ঘরে ফিরে এসে ঘটনাটি সবাইকে জানান। সাথে সাথে তার বমি শুরু হয়। পরে স্বজনরা তাকে প্রথমে চরজব্বার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে এন্টি ভেনম না থাকায় পরে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, বিষয়টি জেনেছেন। তবে নিহতের পরিবার পুলিশকে বিষয়টি অবহিত করেনি।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১