সুবর্ণচরে বিইউ সয়াবিন-৪ চাষে ফলনে দ্বিগুনের বেশি সফলতায় চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে

সুবর্ণ প্রভাত নিউজ ডেস্কঃ নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পরীক্ষামূলকভাবে উচ্চ ফলনশীল বিইউ সয়াবিন-৪ চাষে ফলনে দ্বিগুনের বেশি সফলতা পাওয়া গেছে। এতে চরাঞ্চলের কৃষকদের মাঝে সয়াবিন চাষে নতুন আশার আলো দেখা দিয়েছে। এতে করে কৃষকদের মাঝে এই জাতের সয়াবিন চাষাবাদে আগ্রহ বাড়ছে।
ডাচ পররাষ্ট্র মন্ত্রণালয় ও এইচএসবিসি বাংলাদেশের অর্থায়নে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার সয়াবিন প্রকল্পের মেগা মাঠ দিবসে রোববার কৃষকদের দেওয়া বক্তব্যে এমন আশার কথা ফুটে উঠে। বক্তব্যে কৃষক ও কৃষাণীরা বলেন, তারা ভবিষ্যতে আরও উন্নত জাতের সয়াবিন চাষ করতে চান, যাতে দেশে সয়াবিন তেলের ঘাটতি পুরণে নিজেরা ভূমিকা পালন করতে পারেন।
মেগা মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গিয়াস উদ্দিন মিয়া।
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক শহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এইচএসবিসি বাংলাদেশের প্রধান শহিদুজ্জামান, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার কান্ট্রি ব্যবস্থাপক সেলিম রেজা হাসান, নারিশ ফিডের সাইফুল খালেদ, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার বিপনন বিভাগের প্রধান মো. মজিবুল হক। এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হারুনুর রশিদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের বাশখালি ব্রিজ এলাকায় তপ্ত রোধের মধ্যে খোলা মাঠে সামিয়ানা টাঙিয়ে আয়োজন করা মেগা মাঠ দিবস সফল করতে হাজির হয়েছিলেন প্রায় পাঁচশ কৃষক ও কৃষাণী। তীব্র গরমেও উপস্থিত কারো চেহারায় কোন ক্লান্তি দেখা যায়নি। তারা সবাই এসেছে সয়াবিনের এই নতুন জাতের সঙ্গে নিজেরা পরিচিত হতে। কারণ তারা এতদিন স্থানীয় জাতের যে সয়াবিন চাষ করে আসছিলেন, সেগুলোর ফলন বিইউ সয়াবিন-৪ এর ফলনের তুলনায় অনেক পিছিয়ে ছিল।
কৃষক রফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, আমরা কৃষকেরা এ ধরণের মাঠ দিবস হলে সয়াবিনসহ বিভিন্ন ফসলের নতুন জাত সম্পর্কে ধারণা লাভ করতে পারি। আজকে এই মেগা মাঠ দিবসে বিইউ সয়াবিন-৪ চাষে যে সফলতা পাওয়া গেছে, তাতে ভবিষ্যতে এই অঞ্চলের কৃষকেরা সয়াবিন চাষে আরো আগ্রহী হয়ে উঠবেন।
তিনি আরও বলেন, বাজারে সয়াবিন তেলের যে উচ্চ মূল্য, তারা চান এই সয়াবিনে চাষ বাড়িয়ে তেল উৎপাদনে ভূমিকা রাখতে। এতে আমাদের দেশ অর্থনৈতিকভাবে আরও শক্তিশালি হবে। বিদেশ থেকে টাকা দিয়ে আমরা সয়াবিন তেল কিনে আনতে হবে না।’
প্রধান অতিথির বক্তৃতায় বঙ্গবন্ধু শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গিয়াস উদ্দিন মিয়া বলেন, আমরা সয়াবিনের এই নতুন জাতকে আরও কিভাবে উন্নত করা যায় সে চেষ্টা চালিয়ে যাব, এ নিয়ে আরও গবেষণা করা হবে। তবে আপনারা নতুন উদ্ভাবিত এই সয়াবিন চাষে যে আগ্রহ দেখিয়েছেন, তাতে আগামি পাঁচ বছরে এই সয়াবিন থেকে আপনারা দ্বিগুন লাভ পাবেন। এই সয়াবিন আমাদের বেশ অর্থকরী ফসল হবে। এই সুবর্ণচর সয়াবিনের নগরী হয়ে উঠবে।
সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার কান্ট্রি ম্যানেজার সেলিম রেজা হাসান বলেন, এ অঞ্চলের কৃষকেরা বেশ কয়েক বছর ধরে স্থানীয় জাতের সয়াবিন চাষ করে আসছে। যেগুলোর হেক্টর প্রতি ফলন ছিল ১.৫ মেট্রিক টন। আর বিইউ সয়াবিন-৪ এর পরীক্ষামূলক চাষে ফলন পাওয়া গেছে হেক্টর প্রতি ৪ টনের কাছাকাছি। তা ছাড়া বিইউ সয়াবিন-৪ এর জীবনকাল অন্যান জাতের সয়াবিনের চেয়ে ২০ দিন কম। অর্থাৎ কৃষকেরা এই সয়াবিন চাষ করলে ২০ দিন আগে ফসল ঘরে তুলতে পারবেন।
মাঠ দিবসের অনুষ্ঠানে জানানো হয়, প্রকল্পের আওতায়-২০২৪ সালে সলিডারিডাড বৃহত্তর নোয়াখালী জেলায় ৩০ হেক্টর জমিতে কৃষকের মাধ্যমে বিইউ সয়াবিন ৪ চাষাবাদ করানোর জন্য প্রয়োজনীয় সার ও বীজ সহযোগিতা করেছে। এর মাধ্যমে প্রায় ১০৫ টন উন্নত জাতের সয়াবিন বীজ পাওয়া যাবে।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮