সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রীর মৃত্যু, দাদী ও দুই শিশু চাচাতো বোন হাসপাতালে

ছবিঃ প্রতীকী ও সংগ্রহীত

সুবর্ণচর প্রতিনিধি

সুবর্ণচর উপজেলার  চর আমান উল্লা  ইউনিয়নের  কাটাবুনিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট  হয়ে   সোমবার (১৩ আগষ্ট) দুপুর দেড়টার দিকে রনি আক্তার (১৬)  নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।   সে চর আমান উল্লা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।  একই ঘটনায় তার বাবা নুরুল হক , দাদী নুরজাহান বেগম (৭০), ও দুই চাচাতো বোন সনি আক্তার (১৩) ও তানিয়াসহ (৮)  পাঁচ জন আহত হয়েছে।  আহতদের মধ্যে  দাদী এবং চাচাতো বোনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নুরুল হককে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। ওই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক বেলায়েত এ ঘটনা নিশ্চিত করে বলেন, নুরুল  তার  বৃদ্ধা মা ,মেয়ে ও তার ভাই সালা উদ্দিন এবং  তার দুই শিশু মেয়ে  বাড়ির পাশে  খড়ের চিন(পারা)  দেয়ার সময়    ৪ জন  খুঁটির এক  পাশে রশি   বেধে এবং অন্য পাশে রনি আক্তার জিআইতার লাগিয়ে হাতে ধরে ছিল।

এ সময় অন্যরা রশি ধরে টান দিয়ে খুঁটি উঠাতে গেলে  গাছের সাথে লেগে   বিদুৎতের তারে জিআইতার লেগে রনি আক্তার বিদ্যুৎস্পৃষ্ট  হয়ে পাশের ডোবায় পড়ে যায়।  এ সময় তাকে বাাঁচাতে  তার বাবা,  দাদী, ও দুইচাচাতো বোন ডোবায় নামলে তারা বিদ্যুৎস্পৃষ্ট   হয়ে হয়।  গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে  নোয়া হলে কর্তব্যরত চিকিৎসক  রনিকে  মৃত ঘোষনা করেন। এ ঘটনার সত্যতা স্বীকার করেন চরজব্বার থানার ওসি মো. জিয়াউল হক। রাতে মৃত স্কুল ছাত্রী রনির লাশ দাফন করা হয়েছে। এ ঘটনায়  একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

শেয়ার করুনঃ

Leave a Comment

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০৩১