আব্দুল বারী বাবলু সুবর্ণচর প্রতিনিধি: লন্ডনে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও থাইল্যান্ডে চিকিৎসাধীন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান এর আশু রোগমুক্তি কামনায় সুবর্ণচরে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৩ ফেব্রুয়ারী ) আসর নামাজের পর উপজেলা মডেল মসজিদে উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল এর উদ্যোগে এই দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় ইব্রাহিম খলিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান এর রোগমুক্তি কামনা করে সবার কাছে দোয়া চান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট দিদারুল আলম সারোয়ার সহ বিএনপির সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা দোয়ায় অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন, সুবর্ণচর উপজেলা মডেল মসজিদ এর খতিব মুফতি মাকসুদ আলম মাছুম। এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান এর রোগমুক্তি কামনা করে কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।