সুবর্ণচরে মেধাবী ও দরিদ্র ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ

আব্দুুল বারী বাবলু,সুবর্ণচর প্রতিনিধি:বিদ্যালয়ে আসা যাওয়া সুবিধার জন্য সুবর্ণচরে চরবাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবী ও দরিদ্র ছাত্রীদের মাঝে আমেরিকান প্রবাসী রহিম উল্যাহ চৌধুরীর অর্থায়নে বাই-সাইকেল বিতরণ করা হয়েছে। এছাড়াও তিনি ৬০জন ছাত্রীকে স্কুল ব্যাগ ও ১০ জন ছাত্রীকে স্কুল ইউনিফর্ম প্রদান করেন।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরবাটা ইউনিয়নে চরবাটা বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ট, ৭ম ও ৮ম শ্রেনীর ৫ জন ছাত্রীর মাঝে এ বাই-সাইকেল বিতরণ করা হয়।
সাইকেল বিতরণে অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাধন শিক্ষক মোহাম্মদ শামছুজ্জামান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল ইসলাম সুমন। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।
এদিকে দরিদ্র শিক্ষার্থীরা বিনা মূল্যে বাই-সাইকেল উপহার পেয়ে খুবই আনন্দিত ও কৃতজ্ঞ। তাহারা বলেন, আমরা বহু দূর থেকে প্রতিদিন পায়ে হেঁটে বিদ্যালয়ে আসতে হতো। এতে আমাদের খুবিই কষ্ট হতো। পরিবার অর্থনেতিক ভাবে দুর্বল হওয়ায় পরিবহনে যাতায়াত সম্ভব ছিল না। অনেক সময় ঠিক মতো ক্লাসে যোগ দিতে পারতাম না। সাইকেল পাওয়া আমাদের খুবই উপকার হয়েছে।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১