নিজস্ব প্রতিনিধিঃজায়গা নিয়ে বিরোধের জের ধরে নোয়াখালীর সুবর্ণচরের চর বৈশাখী গ্রামে ছালেহা বেগম এর বসত বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাংচুর এবং বসত ঘরসহ মালামাল লুটপাট ঘটনা ঘটেছে। এসময় সন্ত্রাসী বাহিনী পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে ছালেহা বেগম (৫০) ও তার পরিববারে ৬জনকে। আহত ছালেহা বেগম ২৫০শষ্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
প্রতিপক্ষ আবদুল আলিম নেতৃত্বে আজিজ, ইসমাইল, রুহুল আমিনও হেলালসহ ভাড়াটিয়ারা সন্ত্রাসী বাহিনী এ ঘটনা করে। এই ঘটনায় তানিয়া বেগম বাদী হয়ে চরজব্বার থানায় মামলা দায়ের করেছেন।
মামলা করায় সন্ত্রাসীদের নানহ হুমকির কারণে প্রশাসনের নিরাপত্তা চেয়ে চরজব্বার থানায় ফের জিডি করেছে ভুক্তভোগী তানিয়া। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরদিকে প্রতিপক্ষরা তাদেরকে হয়রানি করার জন্য চরজব্বার থানায় একটি পাল্টা মামলা করেছে।
ঘটনাটি ঘটেছে গত (৩১ মে)শুক্রবার বিকেলে। এ ঘটনায় চরজব্বার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী তানিয়া বেগম জানান, মামলা করায় আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। তারা আমাকে হত্যার হুমকি দিচ্ছে। আমি প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়ে গত ৯ জুন চরজব্বার থানায় আরেকটি জিডি করেছি, যার নং- ৩৯৯। তারা আমাদের সম্পত্তি বুঝিয়ে না দিয়ে জবর দখলের চেষ্টা করছে। আমরা অসহায় ভাবে বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছি। আমি ঘটনাটি জেলার পুলিশ সুপারসহ উর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি।
হাসপাতালে চিকিৎসাধীন আহতদের স্বজনরা অুভিযোগ করে জানান, আহত ছালেহা বেগমের স্বামী হারুনুর রশিদ মৃত্যুর পর গত কয়েক বছর থেকে আবদুল আলীম, আজিজ, রুহুল আমিনসহ একটি চক্র আমাদের সম্পত্তি জবর দখল করার জন্য দীর্ঘদিন থেকে হুমকি ধুমকি ও মামলা- হামলা ও জাল জালিয়াতির মাধ্যম দিয়ে হয়রানি করে আসছে। এর জের ধরে ৩১ মে বিকেলে আবদুল আলিম, আজিজ, ইসমাইল, ও হেলাল এর নেতৃত্বে ৩০-৪০ জন সন্ত্রাসী ভাড়াটে লোকজন নিয়ে অতর্কিত আমাদের বসত বাড়িতে এসে হামলা, ভাংচুর ও ঘর দরজা লুটপাট চালায়। এ সময় তাদের বাধা দিলে তারা দেশীয় অস্ত্র নিয়ে মহিলাসহ ৬ জন কে পিটিয়ে ও কুপিয়ে আহত করে । পরে তারা তাদের সন্ত্রাসী কায়দায় বসতঘর লুটপাট করে নিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে এই অসহায় পরিবারটি নিরাপত্তা হীনতায় ভুগছে।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাউছার আলম ভূইয়া সত্যত্বা স্বীকার করে বলেন, এই ঘটনার সাথে সাথে আমি পুলিশ পাঠিয়েছি এবং মামলা নেওয়া হয়েছে।
সুবর্ণচরে সন্ত্রাসী হামলায় থানায় মামলার পর আবারো নিরাপত্তা চেয়ে জিডি
- সুবর্ণ প্রভাত
- জুন ১১, ২০২৪
- ৭:০২ অপরাহ্ণ
শেয়ার করুনঃ
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত
1 thought on “সুবর্ণচরে সন্ত্রাসী হামলায় থানায় মামলার পর আবারো নিরাপত্তা চেয়ে জিডি”
xnxx