সুবর্ণচর প্রতিনিধি : জাতি-ধর্ম-বর্ণ, উঁচু-নিচু- সব ব্যবধান মুছে নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন সুবর্ণ ব্লাড ফাউন্ডেশনের চতুর্থ বর্ষপূর্তি উৎসব পালিত হয়েছে।
গতকাল সোমবার বিকেলে উপজেলার চরজুবিলী ইউনিয়নের হারিছ চৌধুরী বাজারে মোরশেদ কমপ্লেক্সে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান। এতে সভাপতিত্ব করেন সুবর্ণ ব্লাড ফাউন্ডেশনের সভাপতি নজরুল ইসলাম খান।
সংগঠনের সদস্য ওমর ফারুক সুমনের সঞ্চালনায় ও সাধারণ সম্পাদক মো. আজহার উদ্দিন রাব্বির তত্ত্বাবধান বর্ষপূতি অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. ওমর ফারুক।
বিশেষ অতিথি ছিলেন শহীদ জয়নাল আবেদিন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শিমুল চন্দ্রদাস, কবি ফিরোজ শাহ, সমাজসেবী সুলতানা কামাল চৌধুরী, শিক্ষক মো. আবদুল মালেক, মো. মহিউদ্দিন, সাংবাদিক আব্দুল বারী বাবলু, মুজাহিদুল ইসলাম সোহেল ও ইমাম উদ্দিন সুমন প্রমুখ।
বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছায় রক্তদানকারী সামাজিক সংগঠন ‘সুবর্ণ ব্লাড ফাউন্ডেশন’-এর চতুর্থ বর্ষপূর্তি ও স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ মিলনমেলার শুরুতে কেক কেটে সংগঠনটির চতুর্থ বর্ষপূতির উদ্বোধন করেন সুবর্ণ ব্লাড ফাউন্ডেশনের উপদেষ্ঠা আলহাজ এডভোকেট ওমর ফারুক। পরে অতিথিদের ক্রেস্ট প্রদান এবং সংগঠনের সেরা রক্তদাতা, রক্ত সংগ্রাহকসহ নানা ক্ষেত্রে অবদানের জন্য সংগঠনের দায়িত্বরতদের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানের আকর্ষণীয় দিকটি ছিল বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ রক্তদাতা (১২০ বার) ও সংগঠটির উপদেষ্টা আব্দুর রহিমকে সম্মাননা প্রদান।
উল্লেখ্য, শতাধিক স্বেচ্ছাসেবীর সমন্বয়ে গঠিত সংগঠনটি গত ৪ বছরে দুই হাজার ৩৫০ ব্যাগ রক্ত দিয়েছেন। ব্লাড ফাউন্ডেশনের এই মানবিকতা আরো গতিশীল হবে বলে মত ব্যক্ত করেন বক্তারা।