সুবর্ণচরে ৪০ দিন জামাতে সাথে সালাত আদায় করা শিশু কিশোরদের মাঝে সাইকেল বিতরণ

আব্দুল বারী বাবলু, সুবর্ণচর প্রতিনিধি: সুবর্ণচরে পূর্ব চরবাটা ইউনিয়নে পূর্বচরবাটা গ্রামে টানা ৪০ দিন ৫ ওয়াক্ত জামাতে সাথে সালাত আদায় ২১জন শিশু-কিশোরদের মাঝে বাইসাইকেল ও ২৯ জনকে অন্যান্য উপহারসহ মোট ৫০ জনকে উপহার সামগ্রী দেওয়া হয়েছে।
আজ শনিবার (১ মার্চ) সকালে উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের হাজী আব্দুর রশিদ জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে এক জনাকীর্ণ পরিবেশে শিশু-কিশোরদের মাঝে সাইকেল ও অন্যান্য উপহার তুলে দেওয়া হয়।
উপহারপ্রাপ্ত কিশোর মো. সিয়াম বলেন, এ প্রতিযোগিতা আমাদেরকে নিয়মিত জামাতে নামাজ পড়ার অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিয়েছে।আমরা এখন নিয়মিত সালাত আদায় করছি।
এ মহতি উদ্যোগটির সার্বিক তত্বাবধানকারী পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজ এর শিক্ষক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, এই এলাকার শিশু-কিশোরদেরকে নিয়মিত নামাজি হিসেবে গড়ে তোলার উৎসাহ প্রদানের জন্য জামাতে সালাত আদায়ে প্রতিযোগিতার আয়োজন করি। এতে ২১ জনকে বাইসাইকেল ও ২৯ জনকে অন্যান্য উপহার দেওয়া হয়।
হাজী আব্দুর রশিদ জামে মসজিদের খতিব ও চরবাটা ইসমাইলিয়া ফাযিল মাদ্রাসার প্রভাষক মো. ফয়েজ উল্যাহ বলেন, এমন উদ্যোগ প্রত্যেকটি সমাজ ও প্রত্যেক গ্রামে নেওয়া হলে সমাজ থেকে শিশু কিশোররা নামাজে উৎসাহিত হবে এবং সমাজ থেকে অন্যায়-অবিচার ও কিশোর গ্যাং এর প্রবণতা দ্রুত মুছে যাবে।
উপহার বিতরণ অনুষ্ঠানে চরবাটা মহিলা মডেল মাদ্রাসার সহকারী শিক্ষক মহিব উল্যাহর সঞ্চালনায় ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ মোনায়েম খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- সুবর্ণচর উপজেলা মসজিদ মিশনের সভাপতি মাওলানা আহছান উল্যাহ, পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ছালেহ উদ্দিন, চরবাটা ইসমাইলিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোজাম্মেল হোসেন, ব্রাক ব্যাংক মাইজদী শাখার ব্যবস্থাপক সাইদুজ্জামান সুজন, চরজব্বার রাব্বানী ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা দাউদ হোসাইন, পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মোহাম্মদ আনিছুর রহমান, চরবাটা রামগোবিন্দ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ এনামুল হক, উপকূলীয় পরিবেশ রক্ষা আন্দোলন নোয়াখালী এর সভাপতি সাংবাদিক আব্দুল বারী বাবলু,সাংবাদিক আরিফুর রহমান, এডভোকেট আব্দ্ল্যুাহ, ও ছমির হাট আল ফালাহ একাডেমির শিক্ষক নেয়ামত উল্যাহ।

শেয়ার করুনঃ

Leave a Comment

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০৩১