সুবর্ণচর এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে রেলের সচিবকে স্মারকলিপি প্রদান

বিশেষ প্রতিনিধি : নোয়াখালী-ঢাকা রুটে আন্তঃনগর সুবর্ণচর এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে রেল মন্ত্রনালয়ের সচিব ও মহাপরিচালককে স্মারকলিপি দিয়েছে সম্মিলিত নোয়াখালীবাসী।
আজ মঙ্গলবার সকালে ঢাকা রেলভবন কার্যালয়ে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটির পক্ষ থেকে রেলপথ মন্ত্রনালয়ের সচিব আবদুল বাকি ও মহাপরিচালক সরদার সাহাদাত আলীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
উল্লেখ্য, ১৯৮৬ সালে নোয়াখালীবাসীর দাবির প্রেক্ষিতে ঢাকা-নোয়াখালী রেলপথে আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেন চালু হয়। চালু হওয়ার পর থেকে কয়েক বছর যাত্রী সেবা ভালো থাকলেও ১৯৯০ সালের পর থেকে শুরু হয় চরম ভোগান্তি। নেংরা ও ব্যবহার অনুপোযোগী টয়লেট, ভাঙাচুরা বৈদ্যুতিক যন্ত্রপাতি নিয়ে ধুঁকে ধুঁকে চলছে আন্তঃনগর উপকূল এক্সপ্রেসটি। ১৯৮৬ সালের পর থেকে দীর্ঘ ৪০ বছর পেরিয়ে গেলেও নোয়াখালীতে যোগ হয়নি আর নতুন কোন ট্রেন। অতঃপর ২০১৬ সাল থেকে পুনরায় নোয়াখালীর বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে পুনরায় দাবি উঠে “নিঝুম দ্বীপ এক্সপ্রেস ” নামে নোয়াখালীতে নতুন দুটি আন্তঃনগর ট্রেন চালুর।
অবেশেষে, নোয়াখালীর ৪০ লাখ মানুষের দাবির প্রেক্ষিতে বিগত সরকারের আমলে গত ১৫ই নভেম্বর ‘সুবর্ণচর এক্সপ্রেস’ নামে ঢাকা-নোয়াখালী রুটে নতুন এক জোড়া আন্তঃনগর ট্রেন চালুর অনুমোদন দেন। উক্ত বিষয়টি রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব তৌফিক ইমাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রকাশ পায়। এরপরও আলোর মুখ দেখেনি নোয়াখালীবাসীর বহুল কাংখিত ট্রেনটি। এরই প্রেক্ষিতে, সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেই আজ পুনরায় রেল মন্ত্রনালয়কে স্মারকলিপি দেন নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্নয় কমিটি।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্নয় কমিটির সাধারণ সম্পাদক এম, এইচ রহমান ফুয়াদ, নিরাপদ নোয়াখালী চাই সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক সাইফুর রহমান রাসেল, সাজ্জাদুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রফিকুল ইসলাম প্রিন্স, আফসার উদ্দিন, মেহেদী হাসান সীমান্ত, ইখতিয়ার হোসেন প্রমূখ।

শেয়ার করুনঃ

1 thought on “সুবর্ণচর এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে রেলের সচিবকে স্মারকলিপি প্রদান”

  1. أنابيب HDPE الجيوثرمية في العراق يعد مصنع إيليت بايب في العراق من الطليعة في تقديم أنابيب HDPE الجيوثرمية المتقدمة، المصممة خصيصاً لأنظمة الطاقة الجيوثرمية الفعالة والمستدامة. تم تصنيع أنابيب HDPE الجيوثرمية لدينا لتقديم مقاومة ممتازة للحرارة، ومرونة، وطول عمر، مما يجعلها مثالية لأنظمة مضخات الحرارة الأرضية وغيرها من التطبيقات الجيوثرمية. مع التزامنا بالجودة والابتكار، تبرز شركة إيليت بايب كواحدة من الشركات الرائدة والأكثر موثوقية في العراق. نضمن أن أنابيب HDPE الجيوثرمية لدينا تفي بأعلى معايير الصناعة، مقدمة أداءً ممتازاً ومتانة. اكتشف المزيد عن حلولنا الجيوثرمية بزيارة elitepipeiraq.com.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১