সুবর্নচরের থানার হাট মডেল হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সহকারী প্রধান শিক্ষিককে মারধর ও হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিনিধিঃনোয়াখালীর সুবর্নচর উপজেলার থানার হাট মডেল হাই স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আবদুল মান্নানের বিরুদ্ধে একই স্কুলের সহকারী প্রধান শিক্ষিক খোদেজা আক্তারকে চুলের খোপা ধরে মারধর, কিলঘুষি ও নানান হয়রানির অভিযোগ পাওয়া গেছে। প্রধান শিক্ষক আবদুল মান্নানের আপত্তিকর প্রস্তাবে রাজি না হওয়ায় এ ঘটনা করে।
এই ঘটনায় ভুক্তভোগী শিক্ষিক বৃহস্পতিবার দুপুরে চরজব্বর থানায় ও সুবর্নচর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিচার দাবি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগে ঘটনাটি ঘটেছে গত ৮ই অক্টোবর বিকেলে।
এর আগেও তুচ্ছ ঘটনা ও তার আপত্তিকর প্রস্তাবে রাজি না হওয়ায় দফায় দফায় ওই শিক্ষিককে মারধর ও হয়রানির করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে স্থানীয় স্কুল কমিটি শালিশ করেছে। আহত শিক্ষিক নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদিকে ওই শিক্ষিক স্কুলে যাওয়া আসার পথে নিরাপত্তাহীনতায় ভুগছে এবং তাকে হত্যার হুমকি দিয়েছে বলে ঐ শিক্ষক অভিযোগ করেন। অভিযুক্ত প্রধান শিক্ষক আবদুল মান্নান দীর্ঘদিন থেকে বিগত আওয়ামী সরকারের দোসরদের সাথে আতাত করে স্কুলে নানান অনিয়ম করে আসছে বলেও অভিযোগ করেন।
আহত শিক্ষিক জানান, গত ১৭ বছর থেকে সরকারি বিধি মোতাবেক নিয়োগ প্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক হিসেবে ঐ স্কুলে শিক্ষকতা করে আসছি। প্রধান শিক্ষক বিভিন্ন সময়ে আমাকে ইশারা ইঙ্গিতে ও নানা অঙ্গভঙ্গিতে আপত্তিকর প্রস্তাব দিয়ে আসছে। এতে আমি তার কথায় সায় না দেওয়ায় সে নানান ভাবে হয়রানি ও মানসিক এবং শারীরিক ভাবে নির্যাতন করে। এ নিয়ে স্কুল কমিটি বৈঠকে তাকে সতর্ক করা হয়। পরবর্তীতে সে ক্ষিপ্ত হয়ে আমার সার্টিফিকেট সঠিক আছে কি না অজুহাত দিয়ে আমার দোষত্রুটি খুঁজতে থাকে। এ নিয়ে তার সাথে আমার বাকবিতন্ডা হয়। তারই জের ধরে সর্বশেষ ৮ই অক্টোবর বিকেলে সে পুনরায় আমার গায়ে হাত দিয়ে শরীরে বিভিন্ন স্থানে আঘাত করে। আমি প্রশাসনের কাছে যথাযথ বিচার দাবি করছি।
এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষকের মোবাইল কল দিলেও বন্ধ পাওয়া যায়, এজন্য তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সুবর্নচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল আমিন সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সহকারী প্রধান শিক্ষিকা আমার কাছে এসেছে এবং লিখিত অভিযোগ দিয়েছে। আমি তার কথা শুনেছি এবং বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য দুইজন কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছি ও তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুনঃ

3 thoughts on “সুবর্নচরের থানার হাট মডেল হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সহকারী প্রধান শিক্ষিককে মারধর ও হয়রানির অভিযোগ”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১