সূবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে শেষ মুহুর্তে প্রার্থীদের প্রচারণা তুঙ্গে

সুবর্ণ প্রভাত নিউজ ডেস্কঃপ্রথম ধাপে আগামী বুধবার নোয়াখালী সূবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচন । এ নির্বাচনী প্রচারনার শেষ মুহুর্তে প্রার্থীদের প্রচার-প্রচারণা তুঙ্গে। সকাল থেকে গভীর রাত পযর্ন্ত চলছে দুই চেয়ারম্যান প্রার্থী ও সমর্থকদের সভা-সমাবেশ, উঠোন বৈঠক ও গণ সংযোগে চলছে।
নির্বাচনে চেয়ারম্যান পদে দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম ও নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) আসনের এমপি একরামুল করিম চৌধুরীর ছেলে আতাহার ইশরাক সাবাব চৌধুরী।
ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পুরুষ ৪ জন ও মহিলা ৪ জন। তারা হলেন, মো. আবদুল্যাহ আল মামুন, মো. ফয়সাল, মো. ফরহাদ হোসেন চৌধুরী, মো. রফিক উল্যাহ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আলেয়া বেগম, বিবি ফাতেমা, মুন্নী আহমেদ ও সালমা সুলতানা।
শেষ মুহুর্তে প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় সরগম পুরো উপজেলা। জয়ের আশাবাদী এই দুই চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। তবে নির্বাচনকে দুই চেয়ারাম্যান প্রার্থীর মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগের শেষ নেই। তবে সাধারণ ভোটাররা চান সুষ্ঠ ও সন্ত্রাসী বাহিনী মুক্ত নির্বাচন।
নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান সুষ্ঠ ও নিরপক্ষ নির্বাচন করার জন্য সকল প্রস্তুতি শেষ পর্যায়ে। ঝুকিপূর্ণ ইউনিয়ন ও কেন্দ্র গুলোর আশপাশে চেক পোষ্ট বসানো হবে। যেন বহিরাগত বা কোন বাহিনীর সদস্য নির্বাচনীয় এলাকায় প্রবেশ করতে না পরে। এ বিষয়ে প্রশাসন সতর্ক থাকবে।
এই উপজেলায় ৮টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৫ হাজার ১৮৮ জন । এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৯ হাজার ৫৭৮ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৫ হাজার ৬০ ৯ জন। মোট ভোট কেন্দ্রর সংখ্যা ৬১টি।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০