খোরশেদ আলম,সেনবাগ প্রতিনিধিঃনোয়াখালীর সেনবাগের বালিয়াকান্দি সুলতান মাহমুদ ডিগ্রী কলেজের অধ্যক্ষের চেয়ার দখল নিয়ে চরম হট্টগোলের ঘটনা ঘটেছে। আজ সোমবার বিকেল পৌনে তিনটার দিকে একদল বহিরাগত লোক কলেজের অধ্যক্ষ পদে চলতি দায়িত্বে থাকা ভাইস প্রিন্সিপাল ড.শিব প্রসাদ সুর দায়িত্ব¡ চালাতে অপারগ বা অক্ষম এ মর্মে তার কাছে লিখিত সম্মতিপত্র দাবি করেন। এ সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ দায়িত্ব¡ চালাতে অপারগ বা অক্ষম এই মর্মে কোন লিখিত কপিতে স্বাক্ষর করতে অপারগতা প্রকাশ করলে বহিরাগতরা তার কক্ষে দীর্ঘ সময় ধরে চরম হট্টগোল ও হই হুল্লোল করেন। এ সময় কলেজের অন্যান্য শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে চমর ভীতিরকর পরিস্থিতির সৃষ্টি হয়।
অধ্যক্ষ পদে চলতি দায়িত্বে থাকা ভাইস প্রিন্সিপাল ড. শিব প্রসাদ সুর ঘটনার বিবরণ দিয়ে আজ বলেন, গত ১০ সেপ্টেম্বর থেকে অসুস্থতা জনিত কারণে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল আলম ছুটিতে রয়েছেন। এ অবস্থায় আজ বিকেলে পৌনে তিনটার দিকে একদল বহিরাগত লোক কলেজে আমার কক্ষে প্রবেশ করে আমাকে নিয়ে নানা কথা বলেন। এ সময় তারা আমাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব চালাতে অপরাধ বা অক্ষম এ মর্মে লিখিত সম্মতিপত্র দাবি করেন। আমি লিখিত কপিতে স্বাক্ষর করতে অপারগতা প্রকাশ করলে বহিরাগতরা দীর্ঘ সময় ধরে আমার কক্ষে চরম হট্টগোল ও হই হুল্লোল করতে থাকে।
পরবর্তীতে বহিরাগতরা কাল থেকে (মঙ্গলবার)কলেজের সহকারী অধ্যাপক এ কে এম নুরুল আফসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে থাকবেন বলে ঘোষণা দিয়ে চলে যান। তিনি পুরো বিষয়টি সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদকে মৌখিকভাবে জানিয়েছেন ।
এ বিষয়ে যোগাযোগ করা হলে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ বলেন, বিষয়টি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মৌখিকভাবে জানিয়েছেন।
সেনবাগের বালিয়াকান্দি সুলতান মাহমুদ ডিগ্রী কলেজের অধ্যক্ষের চেয়ার দখল নিয়ে চরম হট্টগোল
- সুবর্ণ প্রভাত
- অক্টোবর ৭, ২০২৪
- ৯:২০ অপরাহ্ণ

শেয়ার করুনঃ
সেনবাগে যুবলীগ নেতা এডভোকেট দিদার গ্রেফতার
•
ফেব্রুয়ারি ১০, ২০২৫
চাটখিলে দুই মাদক বিক্রেতা গাঁজাসহ গ্রেফতার
•
ফেব্রুয়ারি ১০, ২০২৫
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত

3 thoughts on “সেনবাগের বালিয়াকান্দি সুলতান মাহমুদ ডিগ্রী কলেজের অধ্যক্ষের চেয়ার দখল নিয়ে চরম হট্টগোল”
Hedefli takipçi SEO ile Google sıralamalarında yükselmek harika bir duygu. Profesyonel destek almak şart! http://www.royalelektrik.com/esenyurt-elektrikci/
Takipçi yükseltme SEO optimizasyonu ile arama motorlarında daha fazla görünürlük elde ettik. https://www.royalelektrik.com//esenyurt-elektrikci/
Güvenilir takipçi satın al Google SEO ile web sitemizin performansı ciddi şekilde iyileşti. http://royalelektrik.com/esenyurt-elektrikci/