খোরশেদ আলম, সেনবাগ প্রতিনিধিঃ নোয়াখালীর সেনবাগের বালিয়াকান্দি সুলতান মাহমুদ ডিগ্রী কলেজের অধ্যক্ষের চেয়ার দখল নিয়ে সোমবার বিকালে একদল বহিরাগত লোক কলেজের অধ্যক্ষ পদে চলতি দায়িত্বে থাকা ভাইস প্রিন্সিপাল ড. শিব প্রসাদ সুর দায়িত্ব চালাতে অপারগ বা অক্ষম এ মর্মে তার কাছে লিখিত সম্মতিপত্র দাবি করে না পেয়ে চরম হট্টগোল ও হই হুল্লোল করেন। এ সময় কলেজের অন্যান্য শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে চমর ভীতিরকর পরিস্থিতির সৃষ্টি হয়। কলেজের সংশ্লিষ্ট সূত্রগুলো এ সব তথ্য নিশ্চিত করেছেন।
দায়িত্বশীল ও বিশ্বস্ত সূত্র মতে, আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে একদল বহিরাগতের সহযোগিতায় কলেজের অধ্যক্ষের কক্ষে ঢুকে চেয়ারে বসে পড়েন একই কলেজের সহকারী অধ্যাপক এ কে এম নুরুল আফসার নামে এক শিক্ষক।
অধ্যক্ষ পদে চলতি দায়িত্বে থাকা ভাইস প্রিন্সিপাল ড. শিব প্রসাদ সুর ঘটনার বিবরণ দিয়ে বলেন, গত ১০ সেপ্টেম্বর থেকে অসুস্থতা জনিত কারণে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল আলম ছুটিতে রয়েছেন। এ অবস্থায় সোমবার বিকাল পৌনে তিনটার দিকে একদল বহিরাগত লোক আমি অধ্যক্ষ পদে চলতি দায়িত্ব থাকা নিয়ে নানা কথা বলতে থাকেন। এ সময় তারা আমাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব চালাতে অপারক বা অক্ষম এ মর্মে আমার লিখিত সম্মতিপত্র দাবি করেন। আমি লিখিত কপিতে স্বাক্ষর করতে অপারগতা প্রকাশ করলে বহিরাগতরা দীর্ঘ সময় ধরে আমার কক্ষে চরম হট্টগোল ও হই হুল্লোল করে।
পরবর্তীতে বহিরাগতরা কলেজের সহকারী অধ্যাপক এ কে এম নুরুল আফসার আজ মঙ্গলবার থেকে কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে বসবেন বলে ঘোষণা দিয়ে চলে যান। তিনি পুরো বিষয়টি সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদকে অবহিত করেছেন।
এ ব্যাপারে কলেজের অধ্যক্ষর চেয়ারে বসা নিয়ে তার বক্তব্য জানার জন্য কলেজে সহকারী অধ্যাপক এ কে এম নুরুল আফসারের মোবাইলে একাধিকবার কল করলো তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে যোগাযোগ করা হলে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ বলেন, পুরো বিষয়টি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. শিবপ্রসাদ সুর অবহিত করেছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় বৈঠকের মাধ্যমে বিষয়টি সূরাহার চেষ্টা চলছে।
সেনবাগের বালিয়াকান্দি সুলতান মাহমুদ ডিগ্রী কলেজঃ অধ্যক্ষের চেয়ার দখল নিয়ে যা হচ্ছে…
- সুবর্ণ প্রভাত
- অক্টোবর ৮, ২০২৪
- ৪:৪০ অপরাহ্ণ
শেয়ার করুনঃ
সোনাইমুড়ীতে জামায়াতের কর্মী সম্মেলন
•
ডিসেম্বর ১৪, ২০২৪
শহিদ বুদ্ধিজীবীদের প্রতি বিএনপির শ্রদ্ধা
•
ডিসেম্বর ১৪, ২০২৪
সেনবাগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
•
ডিসেম্বর ১৪, ২০২৪
নোবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
•
ডিসেম্বর ১৪, ২০২৪