নিজস্ব প্রতিনিধিঃ নোয়াখালীর সেনবাগ উপজেলা বিএনপির ১৫ জন নেতাকর্মীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নোয়াখালী জেলা ও দায়রা জজ ফজলে এলাহী ভুঁইয়ার আদালত বিএনপির নেতাকর্মিরা হাজির হয়ে জামিনের জামিন আবেদন করেন। আদালত তাদের জামিন জামিন না-মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
যাদের জামিন না-মঞ্জুর করা হয়েছে তারা হলেন, সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়দুল হক চেয়ারম্যান, সেনবাগ পৌরসভা বিএনপির সদস্য সচিব ও সেনবাগ পৌরসভার কাউন্সিলর কামাল উদ্দিন বাবুল, বিএনপি নেতা ভিপি মফিজুল ইসলাম, ভিপি ওমর, সেনবাগ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আনোয়ার হোসেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব ওয়ালিদ আদনানসহ ১৫ জন ।
জানা গেছে, সেনবাগ থানার একটি মামলায় হাইকোর্ট থেকে আগাম ৬ সপ্তাহের জামিন নেন বিএনপির এসব নেতাকর্মিরা।
এ দিকে বিএনপির নেতাকর্মিদের জামিন জামিন না-মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নিন্দা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান। বিএনপি নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন,মিথ্যা,বানোয়াটও রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদিত মামলা প্রত্যাহার করে নেতাকর্মিদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত