খোরশেদ আলম, সেনবাগ প্রতিনিধিঃনোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের উত্তর শাহাপুর এলাকায় পরিবেশ আইনকে অমান্য করে অবৈধভাবে গড়ে উঠা মেসার্স পূর্বালী বিক্সস (পিবিএম) নামের একটি ইটভাটার আগুন বন্ধ করে চিমনি ভেক্যু মেশিন দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং একই সাথে এ ইটভাটা মালিকের ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. জাহিদুল ইসলাম এ আদালত পরিচালনা করেন। এ সময় আইন শৃুংখলা বাহিনীর বিপুল সদস্য, ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরের লোকজন উপস্থিত ছিলেন। অভিযানের খবরে আশপাশের এলাকার লোকজনের মাঝে স্বস্তি ফিরে আসে এবং তারা উপজেলা প্রশাসনেক ধন্যবাদ জানান।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. জাহিদুল ইসলাম বৃহস্পতিবার বিকালে দৈনিক ইত্তেফাককে বলেন, পরিবেশ আইন অমান্য করে জনবসতিপূর্ণ এলাকায় অবৈধভাবে গড়ে উঠা মেসার্স পূর্বালী বিক্সস (পিবিএম) নামের একটি ইটভাটার চিমনি ভেক্যু মেশিন দিয়ে গুড়িয়ে দেওয়া ও মালিককে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অবৈধ ইটভাটা বিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে মন্তব্য করেন।