খোরশেদ আলম, সেনবাগ প্রতিনিধি
মোবাইল ফোনে কথা বলার অপরাধে নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের বীরকোট গ্রামে কল্পনা আক্তার (২২) নামে এক গৃহবধূকে নির্মমভাবে নির্যাতনের একটি ভিডিও চিত্র রবিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম পেইজবুকে ভাইরাল হয়।
নির্যাতনের বিষয়টি রাতেই সেনবাগ থানা পুলিশের নজরের আসার পর পরই পুলিশ অভিযান চালিয়ে স্বামী আনোয়ার হোসেন (৪২) , শাশুড়ি হরমুজা বেগম (৫৮) ও ননদ শাহেনা আক্তারকে (৩০) গ্রেফতার করে। পুলিশের প্রাখমিক জিজ্ঞাসাবাদে তারা নির্যাতনের কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়।
আজ সোমবার তাদেরকে নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। নির্যাতিতা গৃহবধুকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার পিতার বাড়ি পার্শ্ববর্তী ডমুরুয়া ইউনিয়নের পরিকোট গ্রামে।
সেনবাগ থানার ওসি আবদুল বাতের মৃধা জানান, উপজেলার কেশারপাড় ইউনিয়নের বীরকোট গ্রামের গৃহবধূ কল্পনা আক্তারকে মোবাইল ফোনে কথা বলার অপরাধে স্বামী, শাশুড়ি ও ননদের নির্যাতনের একটি ভিডিও চিত্র রবিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম পেইজবুকে ভাইরাল হয়। বিষয়টির প্রাথমিক সত্যতা পেয়ে রাতেই সেনবাগ থানা পুলিশ এলাকায় অভিযান চালিয়ে স্বামী, শাশুড়ি ও ননদ শাহেনাকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তারা নির্যাতনের কথা স্বীকার করেছে।এ ঘটনায় ওই গৃহবধূ কল্পনা আক্তার বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে সেনবাগ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় গ্রেফতারকৃতরা এজাহারভুক্ত আসামি।