সেনবাগে আম কুড়াতে গিয়ে ধর্ষণের শিকার বৃদ্ধা, দুই ধর্ষক গ্রেফতার

সেনবাগ প্রতিনিধিঃনোয়াখালীর সেনবাগের আহম্মদপুর গ্রামের আম কুড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন এক বৃদ্ধা মহিলা (৬২)। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার কাদরা ইউনিয়নের আহম্মদপুর গ্রামের রশিদ খোনারের বাড়িতে । এ ঘটনা জানাজানির পর স্থানীয় লোকজন ঘটনায় অভিযুক্ত দুই যুবককে আটক করে গণপিটুনী দিয়ে থানা পুলিশের নিকট সোপর্দ করেছে। আটককৃত যুবকরা স্থানীয় লোকজনের সামনে পুলিশের কাছে বৃদ্ধাকে ধর্ষণের কথা স্বীকার করেছে।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় লোকজনের বরাত দিয়ে ইউপি মেম্বার মো. আবু সাঈদি স্থানীয় সাংবাদিকদের জানান, আজ ফজরের নামাজের আজানের পর তার ওয়ার্ডের (মেম্বারের বাড়ির পাশ্ববর্তী) রশিদ খোনার বাড়ির এক বৃদ্ধা মহিলা বাড়ির পাশ্ববর্তী জায়গায় আম কুড়াতে যান। এসময় একই বাড়ির মৃত তোফাজ্জল হোসেনের পুত্র তাজুল ইসলাম কালা (৩৫) ও মৃত আবুল কালামের পুত্র মো. রাজু (২৯) বৃদ্ধা মহিলাকে ঝাঁপটে ধরে পাশ্ববর্তী বাগানে নিয়ে জোরপূর্বক গণধর্ষণ করে।
মেম্বার আরো জানান, বিষয়টি আজ সকালে ধর্ষণের শিকাার ওই মহিলা তাকে জানায়। পরে মেম্বার স্থানীয় লোকজনের সহায়তায় অভিযুক্ত যুবক তাজুল ইসলাম কালা ও রাজুকে ধরে জিজ্ঞাসাবাদ করলে তারা ধর্ষণের ঘটনা স্বীকার করে। এসময় লোকজন তাদের পিটুনি দিয়ে আটক করে রাখে।। পরে বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদের থানায় নিয়ে যায়।
সেনবাগ থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) মো. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং ঘটনার প্রাথমিক সত্যতা পায়। পরে এ ঘটনায় জড়িত দুই ধর্ষকদের স্থানীয় লোকজনের সহায়তায় আটক করে। তাদেরকে থানা হেফাজতে রাখা হয়েছে। আজ বিকাল সাড়ে তিনটা পর্যন্ত মামলা দায়ের হয়নি। তবে এ ঘটনায় থানায় গণধর্ষণের মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০