সেনবাগে এক হাজার খামারে বিক্রির জন্য প্রস্তুত কোরবানী পশু

বাহির থেকে গরু না আসলে ভাল লাভবানের আশা খামারীদের

খোরশেদ আলম, সেনবাগ প্রতিনিধিঃনোয়াখালীর সেনবাগ উপজেলায় প্রায় এক হাজার খামারে এবার কোরবানী ঈদের চাহিদা মেটানোর জন্যে প্রস্তুত হয়েছে গরু, ছাগল ও ভেড়া। উপজেলা প্রাণি সম্পদ বিভাগের কর্মিদের সর্বক্ষনিক তদারকি ও খামারীদের অক্লান্ত পরিশ্রমের কারণে এ পর্যায়ে পৌঁছেছে বলে জানা গেছে। তাছাড়া- দেশ বা বিদেশ থেকে এ এলাকায় এবার গরু বা ছাগল না আসলে ভাল লাভবানের আশা প্রকাশ করেছেন কয়েকজন খামারী। খামারীদের এ সব পশুকে সার্বক্ষণিক স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে- উপজেলা প্রাণি সম্পদ ও ভেটেরিনারি বিভাগের তিনটি ভ্রাম্যমান মেডিক্যাল টিম।
উপজেলা প্রাণি সম্পদ বিভাগের অফিস সূত্র মতে, সেনবাগ পৌরসভা ও উপজেলার অপর নয়টি ইউনিয়নে গরুর মোট খামারের সংখ্যা ৯শ’ ৮২টি। আর ছাগল ও ভেড়া খামারের সংখ্যা ৮৬টি। এসব খামারে ২১ হাজার ৩শত টি গরু ও ৭ হাজার ৫৬০টি ছাগল বা ভেড়া রয়েছে। এবার কোরবান ঈদের ১২ হাজার ৫শত টি গরু চাহিদার বিপরীতে প্রস্তুত রয়েছে ১৩ হাজার ৪০২টি গরু। আর ছাগল বা ভেড়া ৩ হাজার ৮৯৬টির বিপরীতে প্রস্তুত রয়েছে ৪ হাজার ৫৬৫টি।
সেনবাগ উপজেলার সেবারহাট এলাকার আসিফ এগ্রোর পরিচালক মাহমুদ আল ফরিদ রাজু জানান, এবার তাদের খামারে কোরবানির ঈদের জন্য প্রস্তুত হয়েছে ছোট বড় মিলে মোট ৩৩ টি গরু। এসব গরুকে প্রস্তুত করতে গিয়ে ইতিমধ্যে খাদ্য এবং ওষধে অনেক টাকা খরচ হয়েছে। যা একজন খামারির জন্য অত্যন্ত ব্যয়বহুল। তিনি আশা করছেন- বাহির এলাকা থেকে (দেশ বা বিদেশ থেকে) এ এলাকায় এবার গরু না আসলে ভাল লাভবান হবেন। গত তিনদিনে একই কথা জানিয়েছেন- আরো অন্তত: দশজন খামার মালিক।
কয়েকজন খামার মালিক জানান, পবিত্র কোরবানীর ঈদ উপলক্ষে এক শ্রেনীর মোসুমী ব্যবসায়ী অধিক মুনাফার আশায় দেশের বিভিন্ন এলাকা থেকেও কিছু গরু নিয়ে এসে ব্যবসা করে। এতে নায্য দাম না পেয়ে কিছু গরু আবার তাদের খামারে নিয়ে যান। এতেও খামার মালিকরা মারাত্নকভাবে ক্ষতিগ্রস্ত হন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে সেনবাগ উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ তারেক মাহমুদ জানান, সেনবাগ উপজেলায় ঈদ উপলক্ষে যে গরু বিভিন্ন খামারে প্রস্তুত হয়েছে, তা দিয়ে সেনবাগের চাহিদা মেটানো সম্ভব। কোরবানির জন্যে প্রস্তত এ সব গরুকে খামারে গিয়ে তিনটি ভ্রাম্যমান টিমের মাধ্যমে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উপজেলা প্রাণি সম্পদ বিভাগের লোকজন সার্বক্ষনিক তদারিত করছেন। যা কারণে খামার গুলোতে এখন পর্যন্ত গরু, ছাগল বা ভেড়া গুলো ভাল রয়েছে। তাছাড়া- খামার মালিকদের আহবানে যে কোন বিষয়ে তিনি নিজেও ছুটে যান বলে মন্তব্য করেন।

শেয়ার করুনঃ

2 thoughts on “সেনবাগে এক হাজার খামারে বিক্রির জন্য প্রস্তুত কোরবানী পশু”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮