সেনবাগে এবার নবান্নের উৎসব নেই

খোরশেদ আলম, সেনবাগ প্রতিনিধিঃনোয়াখালীর সেনবাগ উপজেলার এবার এক ইঞ্চি জমিতে ও আমন ধানের চাষ হয়নি। স্মরণকালের সাম্প্রতিক দীর্ঘ সময়ের ভয়াবহতম বন্যার কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। যা বিগত কয়েক যুগেও এমন পরিস্থিতি আর হয়নি বলে কয়েকজন কৃষক জানান। ফলে ৭ হাজার হেক্টর জমিতে আমন ধান চাষের সরকারি লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ায় খাদ্য ঘাটতি মারাত্মকভাবে দেখা দিবে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই সময়ে উৎসবের আমেজ নিয়ে কৃষক কৃষানীরা মাঠে মাঠে ধান কাটা আর ধান মাড়াই নিয়ে মহা ব্যস্ত সময় পার করলেও এখন তারা পুরোপুরি বেকার সময় পার করছেন। ফলে এবার সেনবাগ উপজেলার কোথাও নবান্নের উৎসব হচ্ছে না। অথচ সেনবাগ উপজেলায় কৃষকদের প্রধান ফসল হিসেবে ছিল আমন ফসল।
সেনবাগ উপজেলার মোহাম্মদপুর গ্রামের কৃষক মোহাম্মদ রফিক বলেন, এবার তিনি এক একর জমিতে আমন ধান চাষ করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। সঠিক সময়ে জমিতে চাষও দেওয়া ও বীজতলা তৈরি করা হয়েছিল। কিন্তু স্মরণকালের ভয়াবহতম দীর্ঘ সময়ের বন্যা এবং জলাবদ্ধতার কারণে কারণে বীজতলা নষ্ট হয়। যার ফলে ১ ইঞ্চি জমিত আমন চাষাবাদ করা আর সম্ভব হয়নি। একই রকম তথ্য দিয়েছেন আরো অসংখ্য কৃষক।
সেনবাগ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম বলেন, সেনবাগ উপজেলার নয়টি ইউনিয়ন ও সেনবাগ পৌরসভা এলাকায় মোট ৭ হাজার হেক্টর জমিতে এবার আমন ধান চাষের সরকারের লক্ষ্যমাত্রা নির্ধারিত ছিল। কিন্তু স্মরণকালের ভয়াবহ বন্যা ও জলাবদ্ধতার কারণে সেনবাগ উপজেলার কোথাও ১ ইঞ্চি জমিতেও আমন ধান চাষ করা সম্ভব হয়নি। যার ফলে সরকারি লক্ষ্যমাত্রা যেমন অর্জিত হয়নি, তেমনি এক মুেেঠা চালও উৎপাদন সম্ভব হয়নি।

শেয়ার করুনঃ

1 thought on “সেনবাগে এবার নবান্নের উৎসব নেই”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮