সেনবাগে এসএসসির ফল বিপর্যয়ঃ ১৫টি স্কুলে কোন পরীক্ষার্থী জিপিএ-৫ পায়নি

‘বড় ভাইদের আশ্রয়, কিশোর গ্যাং, মোবাইলে আসক্ত, শিক্ষকদের ঠিকমত পাঠদান না করা ও অভিভাবকদের সঠিক তদারকি না থাকা ফল বিপর্যয়ের অন্যতম কারন’।

খোরশেদ আলম, সেনবাগ প্রতিনিধিঃ বড় ভাইদের আশ্রয়-প্রশ্রয়, কিশোর গ্যাংয়ে জড়ানো, মোবাইল ফোনে আসক্ত, শ্রেনী কক্ষে শিক্ষকদের ঠিকমত পাঠদান না করা, শিক্ষা বিভাগের কর্মকর্তা ও স্কুল পরিচালনা কমিটির তদারকি কম থাকায় এবং অভিভাবকদের সঠিক তদারকি না থাকাসহ নানাবিধ কারনে নোয়াখালীর সেনবাগ উপজেলার স্কুলে এবার এসএসসির ফল বিপর্যয় হয়েছে।
ফল বিপর্যয়ের পর শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সচেতন লোকজনসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষজনের সাথে এ প্রতিনিধির সাথে আলাপকালে উপরোক্ত বিষয় গুলোকে তারা চিহ্নিত করেন। তারা বলেন, উল্লেখিত সমস্যা গুলোকে সমাধান করা গেলে পাশের হার যেমন বাড়বে, তেমনি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষাও অর্জনে সক্ষম হবে। আলাপকালে তারা নাম প্রকাশ না করে উপরোক্ত মন্তব্য গুলো করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র মতে, সেনবাগ উপজেলায় ২৮টি স্কুল থেকে এবার এসএসসিতে মোট ২ হাজার ৭ শত ২৯জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১ হাজার ৭ শত ৯২জন পরীক্ষার্থী উর্ত্তীণ হয়। গড়ে পাশের হার ৬৫.৬৬ শতাংশ। এর মধ্যে ১৩টি স্কুলের ৫৫জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেলেও বাকী ১৫টি স্কুলের কোন পরীক্ষার্থী জিপিএ-৫ পায়নি। এমনকি উপজেলার কোন শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ পরীক্ষার্থী পাশ করেনি।
সূত্র মতে, নলুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, খাজুরিয়া আছিরা খাতুন উচ্চ বিদ্যালয়, নজরপুর টুংকু আবদুর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, কাবিলপুর হাজী মুকছুদুর রহমান মুসলিম  উচ্চ বিদ্যালয়, শ্রীপদ্দি আদর্শ উচ্চ বিদ্যালয়, ডমুরুয়া জেডএ চৌধুরী বালিকা বিদ্যালয়, মগুয়া মোহাম্মদ আবদুল আলী উচ্চ বিদ্য্যালয়, সেনবাগ এমএম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, নবীপুর উচ্চ বিদ্যালয়, বাতাকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয়, পরিকোর্ট উচ্চ বিদ্যালয়, লেমুয়া উচ্চ বিদ্যালয়, চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, গাজীরহাট উচ্চ বিদ্যালয়,নবীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের কোন পরীক্ষার্থী এবার জিপিএ -৫ পায়নি।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে এসএসরি ফল বিপর্যয়ের কথা স্বীকার করে সেনবাগ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা হোসেন। ফল বিপয়য়ের কারণ গুলো দ্রুত সময়ের মধ্যে চিহ্নিত করা হবে। যাতে ভবিষ্যতে যেন এমন বিপর্যয় আর না হয় তার জন্য সব ধরনের প্রদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

শেয়ার করুনঃ

167 thoughts on “সেনবাগে এসএসসির ফল বিপর্যয়ঃ ১৫টি স্কুলে কোন পরীক্ষার্থী জিপিএ-৫ পায়নি”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০