খোরশেদ আলম, সেনবাগ প্রতিনিধিঃনোয়াখালীর সেনবাগের ডুমরুয়া ইউনিয়নের শ্রীপুর পুলের গোড়া এলাকায় বুধবার দিবাগত রাত একটার দিকে কিশোর গ্যাংয়ের জুয়া ও মাদকের আড্ডায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি এলজি, দুই রাউন্ড তাজা গুলি, একটি টিপ ছোরা ও তিনটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের টের পেয়ে কিশোর গ্যাং এর সদস্যরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
অভিযানের বিবরণ দিয়ে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মিজানুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন রিয়াদ এর নেতৃত্বে উপজেলার শ্রীপুর পোল সংলগ্ন এলাকায় কিশোর গ্যাং এর জুয়া ও মাদকের আড্ডায় সেনাবাহিনী ও সেনবাগ থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে তারা আনুমানিক ৪-৫ জন পালিয়ে যায়। উক্ত স্থানে পরিত্যক্ত অবস্থায় একটি এলজি ও ২ টি তাজা কার্তুজ,১ টি টিপ ছোরা, ৩ টি চাইনিজ কুড়াল পাওয়া যায়। ওসি আরো বলেন, এ ঘটনায় কোন ব্যক্তিকে আটক করা যায়নি এবং জড়িত কারো নাম ঠিকানা সংগ্রহ করা সম্ভব হয়নি। এ ঘটনায় বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
সেনবাগে কিশোর গ্যাংয়ের আড্ডায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার
- সুবর্ণ প্রভাত
- জানুয়ারি ২৩, ২০২৫
- ১১:০৭ পূর্বাহ্ণ

শেয়ার করুনঃ
সেনবাগে যুবলীগ নেতা এডভোকেট দিদার গ্রেফতার
•
ফেব্রুয়ারি ১০, ২০২৫
চাটখিলে দুই মাদক বিক্রেতা গাঁজাসহ গ্রেফতার
•
ফেব্রুয়ারি ১০, ২০২৫
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত
