খোরশেদ আলম, সেনবাগ প্রতিনিধিঃনোয়াখালীর সেনবাগে ব্র্যাকের উদ্যাগে ” নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ ” শীর্ষক কর্মশালায় ক্ষতিগ্রস্ত দুই নারী বিদেশ ফেরতকে আনুষ্ঠানিকভাবে আর্থিক অনুদার প্রদান করা হয়েছে। আজ বুধবার দুপুরে সেনবাগ উপজেলা পরিষদ সভাকক্ষে ব্র্যাকের জেলা সমন্বয়ক মো. নুরুজ্জামানের সভাপতিত্বে ও জেলা এনআরসি কোঅর্ডিনেটর মো. ইমাম উদ্দিনের পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মো. মহি উদ্দিন।
কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা. কর্মকর্তা রাদিয়া আফরোজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তফা হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খুরশিদ আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পম্পা কর ও সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মিজানুর রহমান প্রমূখ।
কর্মশালায় শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, বিদেশ পেরত অভিবাসী, ব্যাংক কর্মকর্তা ও বিভিন্ন এনজিও কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার লোক উপস্থিত ছিলেন।
শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও মো. মহি উদ্দিন ক্ষতিগ্রস্ত বিদেশ ফেরত রহিমা খাতুন ও কুলসুম আক্তার শিরিন নামে দুইনারী অভিবাসীর হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন।
সেনবাগে ক্ষতিগ্রস্ত দুই নারী বিদেশ ফেরতকে ব্র্যাকের আর্থিক অনুদার প্রদান
- সুবর্ণ প্রভাত
- জানুয়ারি ২২, ২০২৫
- ৪:০৯ অপরাহ্ণ

শেয়ার করুনঃ
সেনবাগে যুবলীগ নেতা এডভোকেট দিদার গ্রেফতার
•
ফেব্রুয়ারি ১০, ২০২৫
চাটখিলে দুই মাদক বিক্রেতা গাঁজাসহ গ্রেফতার
•
ফেব্রুয়ারি ১০, ২০২৫
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত
