নিজস্ব প্রতিনিধিঃনোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নের মতইন গ্রাম থেকে ৪ কেজি গাঁজাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো.বেলাল হোসেন ওরফে লাল বেলাল (৪৮) উপজেলার বরেকোট গ্রামের আব্দুল হক চেয়ারম্যান বাড়ির আব্দুল জব্বারের ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত মো.বেলাল দীর্ঘদিন যাবত বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য ক্রয় করে আশপাশের এলাকায় মাদকদ্রব্য বিক্রয় করে আসছিল। সে এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাজিম উদ্দিন বলেন, এ ঘটনায় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়ে। আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
সেনবাগে চার কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেফতার
- সুবর্ণ প্রভাত
- এপ্রিল ৪, ২০২৪
- ৪:০২ অপরাহ্ণ

শেয়ার করুনঃ
সেনবাগে যুবলীগ নেতা এডভোকেট দিদার গ্রেফতার
•
ফেব্রুয়ারি ১০, ২০২৫
চাটখিলে দুই মাদক বিক্রেতা গাঁজাসহ গ্রেফতার
•
ফেব্রুয়ারি ১০, ২০২৫
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত
